সোমবার শেষ হল ‘সৃজন’ উৎসব। গত শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সৃজন উৎসব শুরু হয়। তিন দিন ধরে রবীন্দ্র মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে রবীন্দ্র মঞ্চে কবিতা পাঠ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রদীপ সরকার, গৌতম চক্রবর্তী সহ উত্তরবঙ্গের অনেক কবি অংশ নেন। সন্ধ্যায় বিহু, গম্ভীরা সহ একাধিক অনুষ্ঠান হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা ‘সৃজন’ উৎসবে অংশ নেন। অসম সহ বাইরের রাজ্য থেকে শিল্পীরা যোগ দেন। বিভিন্ন সংগঠনের তরফে উৎসব উপলক্ষ্যে বাঘাযতীন পার্কের মাঠে স্টল দেওয়া হয়।
|
রাজ্যের অন্যান্য জায়গায় সঙ্গে উত্তরবঙ্গেও মোবাইল ফোন পরিষেবায় নতুন দু’টি বোনাস কার্ড চালু করল ভোদাফোন। প্রি-পেড গ্রাহকদের জন্য ৭৯ টাকা এবং ১৯৬ টাকার ওই দুটি বোনাস কার্ড তারা চালু করল। প্রথমটিতে ৭৯ টাকার বোনাস কার্ডে স্থানীয় যে কোনও মোবাইল পরিষেবায় ২০০ মিনিট কথা বলার সময় পাওয়া যাবে। বোনাস কার্ডটির পরিষেবা ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। ১৯৬ টাকার বোনাস কার্ডে কথা বলার সময় পাওয়া যাবে ৬০০ মিনিটের। ওই কার্ডে পরিষেবাটি মিলবে ৩০ দিন পর্যন্ত।
|
কুমারগ্রাম যুব তৃণমূলের উদ্যোগে ভারতীয় রেলের যাত্রী পরিষেবা কমিটির চেয়ারম্যান জোয়াকিম বাক্সলাকে সংবর্ধনা দেওয়া হল। সোমবার বারবিষা বাসস্ট্যাণ্ডে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ১০০ জনকে গরিব বাসিন্দার হাতে কম্বল তুলে দেওয়া হয়। যুব তৃণমূলের কুমারগ্রাম ব্লক কমিটির সভাপতি অভীক রায় জানান, রেলের যাত্রী পরিষেবা কমিটির নতুন চেয়ারম্যানের কাছে জোরাই, কামাখ্যাগুড়ি এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনের বেশ কিছু সমস্যা সমাধানের দাবি জানানো হয়। এদিন জোয়াকিমবাবু জোড়াই স্টেশন পরিদর্শন করেন। তিনি বলেন, “যাত্রী পরিষেবার উন্নতি ঘটাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।” |