আজকের শিরোনাম
শিশু মত্যু অব্যাহত

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত আরও ৪ টি শিশু মারা গেল মালদহ হাসপাতালে। তার মধ্যে ১ টি সদ্যোজাত শিশুও রয়েছে। এই নিয়ে মোট ৩৬ টি শিশুর মৃত্যু হল এই হাসপাতালে।

ট্রেন অবরোধ
আজ সকাল ৮টা ৫০-এর আপ বারুইপুর লোকাল বাতিল করে রেল কর্তৃপক্ষ। আর তার প্রতিবাদে রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে। ফলে ওই শাখার আপ ও ডাউন লাইনের সমস্ত ট্রেন চলাচল আপাতত থমকে রয়েছে।


ময়নায় নষ্ট কোটি টাকার বাস
উত্তর ২৪ পরগনার বারাসতের ময়নায় পড়ে নষ্ট হচ্ছে জেএনএনইউআরএম প্রকল্পের ৩১ টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। উপযুক্ত পরিকাঠামোর অভাবেই নাকি বাসগুলি পড়ে আছে, এটাই কর্তৃপক্ষের যুক্তি। তাই ১৮ কোটি টাকা দামের এই বাসগুলির ভবিতব্য এখন অজানা।

রেড রোডে সতর্কতা
আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেড রোডে। নিয়ন্ত্রণ গাড়ি চলাচলেও। মোতায়েন করা হয়েছে ৫৫ জন কমান্ডো। ৫ টি নজরমিনার-সহ বসানো হয়েছে সিসিটিভি-ও।

মন্দিরে চুরি
হাওড়ার লিলুয়ার এক মন্দিরে মূর্তির অলঙ্কার ও প্রণামী বাক্স মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকা লুঠ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


পদত্যাগ করবেন মনোজ চক্রবর্তী
আজ আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী মনোজ চক্রবর্তী। দুপুর ২ টোয় মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাবেন তাঁর পদত্যাগ পত্র।

ফের মন্দিরে চুরি
হাওড়ার লিলুয়ার পর এ বার বেলঘড়িয়ার আড়িয়াদহের একটি কালী মন্দিরে চারটি তালা ভেঙে দুষ্কৃতিরা নিয়ে গেল প্রায় পাঁচ লক্ষ টাকার সম্পদ। এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

ধসে আটকে জওয়ান
জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ব্যপক তুষার-ধস। ঘটনাস্থলে আটক বিএসএফের ছয় জওয়ান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.