l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
নেশার জন্য আয়ুর্বেদিক টনিক,
চোলাই খেয়ে মৃত্যুর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
নেশা করতে ‘আয়ুর্বেদিক টনিক’-এর পরে চোলাই খেয়েছিলেন তিন জন। তাঁদের এক জনের মৃত্যুতে টনিকে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। একই উপসর্গ নিয়ে অসুস্থ অন্য দু’জন ভর্তি আরামবাগ মহকুমা হাসপাতালে। আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়া বলেন, “মৃত ও অসুস্থেরা একটি বিশেষ ব্র্যান্ডের আয়ুর্বেদিক টনিক কিনে খেয়েছিলেন। তা থেকেই বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁরা চোলাইও খান। টনিকের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। তাতে কিছু মেশানো হয়েছিল কি না, তা দেখা হচ্ছে। মৃতের ভিসেরাও পরীক্ষা হচ্ছে।” হুগলির উপ (১) মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল চট্টোপাধ্যায় বলেন, “আয়ুর্বেদিক টনিক জাতীয় ওষুধ সাধারণত প্রাণহানিকর নয়। তবে বোতলে অন্য কিছু মেশানো হয়েছে কি না, তা দেখা দরকার।” স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে অসুস্থ অবস্থায় রামনগরের কোলেপুকুরপাড়ার বাসিন্দা লক্ষ্মণ মালিককে (৪৫) ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে।
বিস্তারিত...
‘উৎখাতে’র ডাক তৃণমূলের, পাল্টা কংগ্রেসেরও
নিজস্ব সংবাদদাতা • মালদহ ও বৈদ্যবাটি
বিধানসভা ভোটের মতোই আগামী পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মালদহে তরজা বাধল তৃণমূল ও কংগ্রেসের। আগামী পঞ্চায়েত নির্বাচনে মালদহ থেকে কংগ্রেসকে ‘উৎখাত’ করার ডাক দিল তৃণমূল। রবিবার ইংরেজি নববর্ষের দিনে তৃণমূলের জেলা সভানেত্রী সাবিত্রী মিত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভা থেকে কংগ্রেসের উদ্দেশ্যে ওই চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। জেলার উন্নয়ন করতে সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও পঞ্চায়েত থেকে উৎখাত করতে হবে। সত্যিই যদি মা-মাটি-মানুষের সরকারের হাত শক্ত করতে চান, তবে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে মালদহ থেকে উৎখাত করুন!” পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ আবু হাসেম (ডালু) খান চৌধুরী এবং সাংসদ মৌসম বেনজির নূরও। ডালুবাবু বলেন, “জোট হবে কি না, সেটা সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। সাবিত্রী মিত্র বলার কে? আর উৎখাত করার হুঙ্কার দিয়ে লাভ নেই! মালদহে যে তৃণমূলের জায়গা কতটা, তা পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দেওয়া হবে!” রাজ্যে যে কয়েকটি জেলা এখনও কংগ্রেসের ‘ঘাঁটি’ বলে পরিচিত, মালদহ তার মধ্যে একটি। পঞ্চায়েত ভোটে জোট হবে কি না, তা অনেকাংশেই স্থানীয় রাজনীতির সমীকরণের উপরে নির্ভরশীল।
বিস্তারিত...
আরও একটা নতুন বছর! আরও কিছু নতুন জায়গার বর্ণনা, ঝুলিতে আরও কিছু নতুন অভিজ্ঞতা— ঘোরা, দেখা, ছবি তোলা আর অবশ্যই খাওয়াদাওয়া। সব কিছু মিলিয়ে এ বছরের প্রথম মাসে বিদেশের তিনটি শহরের বিশেষ বিবরণ নিয়ে
‘বিদেশ বিভুঁই’
। আর আছে
‘উত্তরের ভেনিস’
স্টকহোমের গল্প— ছবিতে।
শুধু সদস্য হয়েও কাজ করা যায়, মত বিমানের
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
পদ বড় নয়। সাধারণ সদস্য থেকেই দলের কাজ করা যায় বলে নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। সিপিএম সূত্রের খবর, রবিবার বাঁকুড়া শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে দলের ২০ তম জেলা সম্মেলনের শেষ দিনের অধিবেশনে বিমানবাবু বলেছেন, ‘পার্টির জন্য কাজ করার ইচ্ছা’ থাকলেই হবে। দলের সদস্যপদ থাকলেও অনেক কাজ করা যায়। সিপিএম সূত্রের মতে, তাঁর এ কথা বলার কারণও আছে। বর্ধমান বা পুরুলিয়ার মতো বাঁকুড়াতেও জেলা কমিটির কলেবর কমেছে। ৭৭ জনের কমিটি ছোট হয়ে ৫৩ জনের হয়েছে। জেলা কমিটি থেকে বাদ পড়েছেন ৩৮ জন। নতুন আনা হয়েছে ১৪ জনকে। বয়সের কারণে ‘অব্যাহতি’ নিয়েছেন শিক্ষা-সহ একাধিক দফতরের প্রাক্তন মন্ত্রী তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অচিন্ত্য রায় এবং বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জ্ঞানশঙ্কর মিত্র। বাকিদের অবশ্য ‘ছাঁটাই’-ই করেছে দল।
বিস্তারিত...
নববর্ষে বহরমপুরে মিলল ভাজা অক্টোপাস, স্কুইডও
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
নববর্ষে বহরমপুরের একটি হোটেলে খাদ্য রসিকদের জন্য এই বিশেষ আয়োজনে সাড়া মিলেছে ভালই। কিন্তু খেতে কী রকম? ইন্দ্রপ্রস্থের বাসিন্দা রুদ্রনীল ঘোষাল খেয়ে বেশ মুগ্ধ। আইনের ছাত্র রুদ্রনীল বলেন, “অনেকটা গলদা চিংড়ির মতো খেতে। হাড় নেই। কখনও কখনও আবার মুরগির মতোই খেতে লাগে।” দাম ১২৫ টাকা প্লেট। তাতেই মিলছে এক খণ্ড অক্টোপাস এবং এক খণ্ড স্কুইড। স্ন্যাক্স হিসেবে বা যে কোনও চিনা খাবারের সঙ্গে তা পরিবেশন করা হয়েছে। যিনি রান্না করেছেন, সেই শৈবাল রায় বলেন, “প্রথমে সেদ্ধ করে নেওয়া হয় অক্টোপাস বা স্কুইডের মাংসখণ্ড। তারপর বিশেষ ধরনের সস গরম করে তার উপরে সেদ্ধ অক্টোপাস আর স্কুইডের টুকরো ফেলে দেওয়া হয়। তবে সাবধানে করতে হয়। যাতে মাংসের গা না পুড়ে যায়। কারণ আমরা চাই অক্টোপাস বা স্কুইডের মাংসের মূল স্বাদটা যেন নষ্ট না হয়।” বিশ্বকাপের সময় জার্মানির সেই অক্টোপাস পলকে অনেকে রাগ করে রান্না করে খাবে বলেছিল। পল মারা গিয়েছে।
বিস্তারিত...
দুই জেলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • তমলুক
ধূমধাম সহকারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল। সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই জেলার বিভিন্ন এলাকায় দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, রক্তদান শিবির, বস্ত্র বিলির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেতা-কর্মীরা। তবে, প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠী কোন্দল এড়াতে পারেনি তৃণমূল। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা তোলা-সহ নানা অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানা (চন্দ্রকোনা ১ ও ২ ব্লকে) এলাকার একাধিক জায়গায় গণ্ডগোল বাধে রবিবার। অভিযোগ, বচসা থেকে মারধর এমনকী কল্লা এলাকায় বোমাবাজিও চলেছে। সব মিলিয়ে দলের দু’পক্ষের ১০-১২ জন অল্প-বিস্তর জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দু’জন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে,পরিস্থিতি নিয়ন্ত্রণেই। এলাকায় পুলিশি টহল চলছে। এ দিন সকালে চন্দ্রকোনার মাধবপুরে দলের যুব নেতা সঞ্জয় রায় পতাকা তুলতে গেলে দলেরই অন্য গোষ্ঠী বাধা দেয় বলে অভিযোগ। দলনেত্রীর ফেস্টুন ছিড়ে দলীয় অফিসে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতে মাধবপুরে দলীয় পতাকা তোলা হয়।
বিস্তারিত...
মেয়াদ ফুরিয়েছে তিন বছর, শেষ হয়নি জল প্রকল্প
সুশান্ত বণিক • আসানসোল
প্রকল্প শেষ হওয়ার মেয়াদ ফুরিয়েছে বছর তিনেক আগে। কিন্তু আসানসোলের জলপ্রকল্প এখনও বিশ বাঁও জলে। প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। চাপানউতোর শুরু হয়েছে পুরসভার মেয়র এবং মেয়র পারিষদের মধ্যেও। কবে সেটি চালু হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি পুর কর্তৃপক্ষ। ২০০৮ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল আসানসোলের এই জলপ্রকল্পের কাজ। কিন্তু তা হয়নি। ২০০৯ সালের জুনে সিপিএমকে সরিয়ে পুরসভায় ক্ষমতায় আসে কংগ্রেস-তৃণমূল জোট। আড়াই বছর কেটে যাওয়ার পরেও প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে অভিযোগ পুরসভার জল দফতরের মেয়র পারিষদ কংগ্রেসের রবিউল ইসলামের। তিনি জানান, পুরসভার এই প্রকল্পের কাজকর্ম দেখাশোনার দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)। পুরসভার তৃণমূল মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ই এডিডিএ-র চেয়ারম্যান।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বরফ-শীতে বারো-বরণ
উৎসবের মেজাজে
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে
বিধিবদ্ধ ঘোষণার দাবি
দক্ষিণবঙ্গ
বাগদায় স্কুলের সভাপতি
নির্বাচন নিয়ে জটিলতা
বধূর মৃত্যু, গ্রেফতার
স্বামী-সতীন
বর্ধমান
ক্ষমতা দখলের দ্বন্দ্বেই খুন, দাবি তৃণমূলের একাংশের
লক্ষ লোক মাইথনে, নতুন
বছরে মাতল গোটা শিল্পাঞ্চল
পুরুলিয়া
আদ্রায় আসন সংরক্ষণের বাড়তি কাউন্টারের দাবি
ক্ষতিপূরণের দাবিতে
অবরোধ বোলপুরে
মুর্শিদাবাদ
হাজারদুয়ারিতে উপছে
পড়ল পর্যটকদের ভিড়
বিপদ তুচ্ছ করে
ফের নৌকায় পিকনিক
মেদিনীপুর
পূর্বে গড়েই ওঠেনি
প্রশাসনিক ভবন
নিমেষে উধাও পিঠে,
আবারও মেলার দাবি
কলকাতা
৩০.৮/১৭.২
আজকের দিনে
• ১৯২০:
মার্কিন লেখক
আইজাক আসিমভের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
আজকের জন্য
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.