ভ্রম সংশোধন
‘বয়স্ক-ক্রীড়ায় প্রমীলাদের জয়জয়কার’ শিরোনামে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে লেখা
হয়েছে—পঞ্চাশোর্ধ্বদের বিভাগে আটশো মিটার দৌড় এবং পাঁচ হাজার মিটার হাঁটায় প্রথম
হয়েছেন ঝাড়গ্রামের ইলা সিংহ। বস্তুত, ইলাদেবী আটশো মিটার দৌড়ে প্রথম হলেও পাঁচ
হাজার
মিটার হাঁটায় দ্বিতীয় হয়েছেন। হাঁটায় প্রথম নদিয়ার মন্দোদরী মণ্ডল।
অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। |
|