টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম নিত্যানন্দ সর্দার (৩০)। বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকায়। শনিবার সকালে নিত্যানন্দ ও তাঁর পাঁচ বন্ধু তিনটি মোটর সাইকেলে দিঘায় যাচ্ছিলেন। খেজুরির ইড়িঞ্চি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ছিটকে পড়লে দুই আরোহী নিত্যানন্দ সর্দার ও বিশ্বজিৎ পাল গুরুতর আহত হন। দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলে নিত্যানন্দের মৃত্যু হয়। বিশ্বজিৎকে কলকাতায় পাঠানো হয়েছে। এ দিকে, রবিবার সন্ধ্যায় দিঘা থেকে ফেরার পথে ইড়িঞ্চি সেতুর কাছেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটর সাইকেল আরোহীর। মৃত অরুণবিকাশ দাসের (২২) বাড়ি চণ্ডীপুর থানার চণ্ডীপুর গ্রামে।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক নবম শ্রেণির ছাত্রীর। নাম দুর্গা বারিক (১৪)। রামনগর থানার সাবিত্রাপুর গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতে অকৃতর্কায হয়েছে দুর্গা। তার জেরেই শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
|
মাওবাদী সন্দেহে প্রহৃতের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী সন্দেহে ঝাড়গ্রামের ঘৃতখাম গ্রামে প্রহৃত পাঁচ জনের মধ্যে এক জনকে রবিবার পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত করে তোলা হল ঝাড়গ্রাম মহকুমা আদালতে। অশোক মাহাতো নামে ওই ব্যক্তির ১৪ দিন জেলহাজত হয়েছে। গত বুধবার ঘৃতখাম গ্রামে মাওবাদী সন্দেহে পাঁচ জনকে ব্যাপক মারধরের পরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন গ্রামবাসী। পাঁচ জনকেই মেদিনীপুরে মেডিক্যালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় ২০১১ সালে ঘৃতখামে এক পার্শ্বশিক্ষককে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অশোককে এ দিন আদালতে তোলা হয়।
|
ধান খেতে বোমা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ধান খেত থেকে উদ্ধার হল সাতটি বোমা। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে পটাশপুুর থানা এলাকার পঁচেট মোড়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, এগরা-বাজকুল রাস্তার কাছে ধান জমিতে খড়ের গাদার ভিতরে লুকনো ছিল হাত বোমাগুলি। জমির মালিক খড় তুলতে গিয়ে তা দেখতে পেলে পুলিশে খবর দেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশে মাঠের মধ্যে ওই বোমা লুকিয়ে রেখেছিল। প্রসঙ্গত, দিন কয়েক আগে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে খড়াইতে একটি বাড়ি ও দোকানে ডাকাতি হয়েছিল। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা বোমাও ফাটিয়েছিল।
|
বর্ষবরণের অনুষ্ঠান পূর্বে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
নতুন বছরে সূযোর্দয় দিঘার সৈকতে। ছবি তুলেছেন সুব্রত গুহ। |
বিদায় নিল ২০১১। ক্যালেন্ডারের পাতা খসিয়ে এসে পড়ল ২০১২। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এ বারেও শনিবার মধ্য রাতে নানা অনুষ্ঠানে মেতে ওঠেন জেলাবাসী। রাজ্যের একমাত্র সৈকত শহর দিঘায় ভিড় জমিয়েছেন লক্ষাধিক পযর্টক। দিঘা, মন্দারমণি,শঙ্করপুরের হোটেলগুলিতে নাচ-গানের আয়োজন ছিল বর্ষশেষের রাতে। আমোদ-আহ্লাদে বরণ করে নেওয়া হয় নতুন বছর। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে শনি ও রবিবার দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল দিঘায় শ্রমজীবীদের সংগঠন ‘শ্রমিকস্’। শীতবস্ত্র বিতরণ, হাসপাতালে ফল বিতরণ ছাড়াও কবি-লেখক সম্মেলন ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে তারা। একই ভাবে খেজুরির কামারদায় স্বেচ্ছাসেবী সংস্থা সোনার তরী ও সাতমাইলে মানব কল্যাণ ও কৃষ্টিসংস্থার উদ্যোগে রবিবার বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
|
বিদ্যাসাগর মেলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
প্রতি বারের মতো এ বারও বছরের প্রথম দিনে শুরু হল পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা। রবিবার মেলার উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর। প্রতাপদিঘি ময়দানে আয়োজিত ১৭তম বর্ষের এই মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন রয়েছে। চন্দনগরের আলোকসজ্জায় সেজে উঠেছে মেলাচত্বর।
|
সুবর্ণ জয়ন্তী উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গত শুক্রবার থেকে শুরু হয়েছে কাঁথি-১ ব্লকের সাবাজপুট সম্বোধি শিক্ষাতীর্থের ৫ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব। উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিষ্ণুপদ বেরা। ছিলেন কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী গিরি, জেলা পরিষদ সদস্য মধুরিমা মণ্ডল, স্বাস্থ্য-কমার্ধ্যক্ষ দেবব্রত মাইতি প্রমুখ। |
|