১ পরের দুঃখে দুঃখবোধ, দরদ।
৪ মিলিয়ে গেছে এমন।
৬ উলঙ্গ, বসনহীন।
৮ বনের অধিষ্ঠাত্রী দেবী।
৯ ঝগড়াটে, অবাধ্য বা দুর্দান্ত।
১০ সর্বজনের জন্য অনুষ্ঠিত।
১১ ভূষণ, অলংকার।
১৩ জ্ঞান, হুঁশ, চেতনা।
১৪ মধ্যভাগ নিচু এমন।
১৫ খিদমতগার বা খাদ্যপরিবেশক।
১৭ বর্ণনা করা যায় না এমন।
১৯ রজনীগন্ধা ফুল বা গাছ।
২১ সর্বদা, অনবরত।
২২ পুলিশ কমিশনার।
২৪ নাসিকাগর্জন।
২৫ সমাদরপূর্বক দান।
২৭ সমুদ্র, সাগর।
২৮ হাতের গহনাবিশেষ।
৩০ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ
করার সংগীত।
৩২ আরবের অধিবাসী।
৩৪ কারাগার, জেলখানা।
৩৬ ফুটিজাতীয় গোলাকার লাল
শাঁসযুক্ত সরস ফলবিশেষ।
৩৭ পদক্ষেপ, ঘোড়ার গতিভঙ্গি।
৩৮ সাবজজ। |
|
১ কঠিন, গুরুতর, বিপজ্জনক।
২ বেদের মতে উচিত এমন।
৩ (কলহসংগঠক বলে খ্যাত)
দেবর্ষিবিশেষ।
৪ ব্যর্থ, নিষ্ফল।
৫ প্রামাণিক কাগজপত্র রূপে গৃহীত।
৬ সগৌরবে অবস্থান।
৭ সচেতন ভাবে করা হয়েছে এমন।
১১ অমর, শাশ্বত।
১২ ‘স্নাতক’ ছাত্রছাত্রীদের উপাধি
বিতরণের সভা।
১৩ ক্রীড়নক, পুতুল।
১৪ সদ্ভাব বা মিলমিশের অভাব।
১৬ বৈজ্ঞানিক গবেষণার জন্য
গ্রহনক্ষত্র পর্যবেক্ষণ-গৃহ।
১৮ কুঠারধারী ব্যক্তি।
২০ গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্থান।
২৩ রুদ্রবীণা।
২৬ ঈশ্বরপ্রেরিত দূত।
২৭ বেতন নেওয়া হয় না এমন।
২৯ পাহারাওয়ালা।
৩১ পদ্মফুল।
৩২ মঠ, তপোবন।
৩৩ আস্থা, প্রত্যয়।
৩৫ শালের পাগড়িবিশেষ। |