উত্তরবঙ্গ |
‘উৎখাতে’র ডাক তৃণমূলের,
পাল্টা কংগ্রেসেরও |
নিজস্ব সংবাদদাতা, মালদহ ও বৈদ্যবাটি: বিধানসভা ভোটের মতোই আগামী পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মালদহে তরজা বাধল তৃণমূল ও কংগ্রেসের।
আগামী পঞ্চায়েত নির্বাচনে মালদহ থেকে কংগ্রেসকে ‘উৎখাত’ করার ডাক দিল তৃণমূল। রবিবার ইংরেজি নববর্ষের দিনে তৃণমূলের জেলা সভানেত্রী সাবিত্রী মিত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভা থেকে কংগ্রেসের উদ্দেশ্যে ওই চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। জেলার উন্নয়ন করতে সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও পঞ্চায়েত থেকে উৎখাত করতে হবে। সত্যিই যদি মা-মাটি-মানুষের সরকারের হাত শক্ত করতে চান, তবে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে মালদহ থেকে উৎখাত করুন!” |
|
বরফ-শীতে বারো-বরণ উৎসবের মেজাজে |
কিশোর সাহা, শিলিগুড়ি: প্রায় দিনভর মেঘের চাদরের আড়ালে চলে গিয়েছিল উত্তরের পাহাড় ও সমতল। দিনান্তে তুষারপাতও ছিল দার্জিলিঙের সান্দাকফু-ফালুটে। সন্ধ্যা নামতেই ঝিরঝিরে বৃষ্টি পাহাড় ও লাগোয়া শিলিগুড়ি-জলপাইগুড়িতে। এমন দুর্যোগ মাথায় নিয়েও নতুন বছরের প্রথম দিনে তিস্তা থেকে সঙ্কোশে ছিল চির চেনা উৎসবের মেজাজ। দুর্যোগ উপেক্ষা করেই বর্ষবরণের উৎসবে মেতেছে উত্তরের পাহাড় ও সমতল। বছরের প্রথম দিনে এহেন আবহাওয়ার কারণ কী? |
|
|
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ ঘোষণার দাবি |
|
প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠী-কোন্দল |
বরখাস্তদের নিয়োগের দাবি |
|
বিপাকে দেড়শো ছাত্রছাত্রী |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
তিন প্রকল্পে
জল মেলেনি |
নিজস্ব সংবাদদাতা, ফাঁসিদেওয়া: পরিস্রুত পানীয় জলের সমস্যা মেটাতে তিনটি জলপ্রকল্প গড়ে তোলা হয় ফাঁসিদেওয়ার চটহাটে। অভিযোগ, দু’বছর কেটে গেলেও প্রকল্পগুলি চালু করা হয়নি। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। পঞ্চায়েত-প্রশাসনে বহুবার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। ফাঁসিদেওয়ার বিডিও বাদশা ঘোষাল সমস্যার কথা স্বীকার করে বলেন, “শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে ওইপ্রকল্পগুলি হয়েছে। বেনিফিসিয়ারি কমিটি করে সেগুলির দায়িত্ব দেওয়ার কথা। প্রকল্পগুলির জন্য অপারেটর নিয়োগের ব্যাপার রয়েছে। ওই ব্যবস্থাগুলি না হওয়াতে সেগুলি চালু হয়নি। বিকল্প কিছু করা যায় কি না তা নিয়ে চিন্তা হচ্ছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: রাজগঞ্জ এলাকায় উন্নতমানের ধান চাষে উদ্যোগী হয়েছে রাজগঞ্জ ব্লক কৃষি দফতর। আপাতত রাজগঞ্জের শিকারপুর ও পানিকৌড়ি পঞ্চায়েতকে বেছে নিয়েছে কৃষি দফতর। হাজার হেক্টর জমিতে ধান চাষের পরিকল্পনা হয়েছে বলে ওই দফতর থেকে জানানো হয়েছে। রাজগঞ্জ ব্লক কৃষি দফতরের আধিকারিক মধুসূদন রায় জানান, ওই দুই পঞ্চায়েত এলাকায় প্রচারও শুরু হয়েছে। চাষের লক্ষ্যমাত্রা পূরণে ওই দুই পঞ্চায়েত এলাকায় জমি পূরণ না হলে আরও জমি নেওয়া হবে। |
উন্নত ধান চাষে
উদ্যোগ রাজগঞ্জে |
|
ট্রাফিক সপ্তাহ জলপাইগুড়িতে |
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
বর্ষবরণ |
|
|