খোলা বাজারে ধান বিক্রি করতে হচ্ছে ৭৫০-৮০০ টাকা কুইন্টাল দামে। তাতে চাষের খরচও উঠছে না। রাজ্য সরকার ঘোষনা করেছিল ১০৮০ টাকা দামে চাষিদের কাছ থেকে ধান কেনা হবে। মালদহের হরিশ্চন্দ্রপুরে এখনও সরকারি দামে ধান কেনা শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার চাষিরা। সরকারি ঘোষণা মোতাবেক ধান কেনার দাবিতে রবিবার তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বামপন্থী কৃষক সংগঠনের নেতৃত্বে এদিন দুপুরে হরিশ্চন্দ্রপুরে তুলসিহাটায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর ওই বিক্ষোভ ও অবরোধের ঘটনাটি ঘটে। এক ঘন্টা ধরে পথ অবরোধের জেরে বিপাকে পড়তে হয় যাত্রীদের। অবরোধ চলাকালীন কৃষকেরা কয়েক কেজি পাটও পুড়িয়ে দেন। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও সজল তামাং বলেন, “চালকলগুলো প্রয়োজন মতো ধান কিনেছে। ওঁরা আর কিনতে চাইছেন না। সমবায় সমিতিগুলো ধান না কেনায় সমস্যা দেখা দিয়েছে। দ্রুত যাতে সমস্যা মেটে তার চেষ্টা চলছে।” সিপিএম নেতা শেখ খলিল, ফরওয়ার্ড ব্লক নেতা অনুপ জয়সওয়াল একযোগে অভিযোগ করেন, “শুধু ধান নয়, পাটের দামও মিলছে না চাষিদের।”
|
ফেব্রুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকে বালুরঘাটে আইটিআইয়ের নবনির্মিত ভবনে পঠন শুরু হচ্ছে। রাজ্য কারিগরি শিক্ষা দফতরের ওই নির্দেশে ভবনের বিদ্যুদয়নের কাজ শেষ করতে তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন। জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বলেন, “বিদ্যুৎ সংযোগের কাজ চলতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে জেলা পরিষদকে বলা হয়েছে।” ১৯৯৬ সালে চালু বালুরঘাট আইটিআইতে নিজস্ব বাড়ি না থাকায় শহরের অদূরে মাহিনগর এলাকায় সরকারি কৃষিফার্মের ভবনে দুটি কোর্স নিয়ে চলতে থাকে পঠনপাঠন। এর মধ্যে জওহরলাল নবোদয় স্কুল ও ওই কৃষি ভবনেই চালু হয়। পড়ুয়ার চাপে দুটি স্কুলই সমস্যায় পড়ে. ২০০৮ সালে জেলা পরিষদ আটইর মৌজায় আইটিআইয়ের আলাদা ভবন তৈরিতে নামে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা খরচ করে। ভবন তৈরি শেষ হলেও বিদ্যুৎ সংযোগ দিতে না-পারায় হস্তান্তর নিয়ে তৈরি হয় জটিলতা। জেলা পরিষদের নির্বাহী বাস্তুকার শঙ্খ মিশ্র জানান, “ডিসেম্বরের মধ্যে বিদ্যুদয়নের শেষ করে জানুয়ারিতেই হস্তান্তর হবে।” এই খবরে খুশি আইটিআইয়ের ওই দুটি কোর্সের ১৪৭ জন পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষ।
|
আজ, সপ্তাহব্যাপী কোচবিহার জেলা বইমেলা শুরু হচ্ছে। সোমবার থেকে শহরের রাসমেলা ময়দানে ওই মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারের জেলা বইমেলায় ৮৩ টি প্রকাশনী সংস্থা অংশ নেবে। স্টলের সংখ্যা ১২০ টি। বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বার বইমেলার উদ্বোধন করবেন সাহিত্যিক রবিশঙ্কর বল। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক সবুজবরণ বসু, বনমন্ত্রী হিতেন বর্মন-সহ অন্যরা থাকবেন। তার আগে বইয়ের জন্য হাঁটুন স্লোগানকে সামনে রেখে সাগরদিঘি পাড়ে শহীদ বাগ থেকে পদযাত্রা বার হয়ে শহর পরিক্রমা করবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ওই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মাথাপিছু প্রবেশ মুল্য ২টাকা।” মেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা, কবিতা পাঠ ছাড়াও বিভিন্ন জনজাতির নৃত্য ও সংগীত অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। ওই তালিকায় বিহু, বৈরাতি, গারো, নেপালি নৃত্যানুষ্ঠান আছে। ত্রিপুরার শিল্পী তিথি দেববর্মন, অসমের রামকৃষ্ণ ভগতও অংশ নেবেন।
|
মালদহের পুবারুনে উত্তরেশ্বর মঠে কল্পতরু উৎসব শুরু হল। উৎসবের উদ্যোক্তা উত্তরেশ্বর মঠ ও মিশন। এ বার ৩৮ বছরে পড়ল ওই উৎসব। মালদহের ওই সর্বধর্ম সমন্বয়ের মঠ ও মিশনটি রয়েছে ফরাক্কার এপারে এনটিপিএস টাউনশিপের কেন্দ্রস্থলে। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন মালদহ ও মুর্শিদাবাদের বহু মানুষ। উৎসব চলবে এক সপ্তাহ ধরে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে সেবামূলক বেশ কিছু কর্মসূচিও। ১৯৭৫ সালে মঠ ও মিশনের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে উৎসব চলছে। এ বছর ১০০ দুঃস্থকে কম্বল দিয়েও কমিটির তরফে সাহায্য করা হয়। উৎসব কমিটির সম্পাদক সুভাষ সরকার জানান, সমাজসেবা ও মানুষের কল্যাণে মঠ ও মিশন কাজ করে। দুঃস্থ ও অনাথদের একটি স্কুল করারও পরিকল্পনা রয়েছে।
|
ক্রেতা সেজে এক ব্যক্তির কাছ থেকে ৮ কেজি আফিম উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে মালদহ শহরের রথবাড়ির কাছ থেকে পুলিশ ওই আফিম উদ্ধার করে। ঘটনায় পুলিশ সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আফিমের বাজারদর ২ কোটি টাকা। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি এলাকায় হানা দিয়ে ৮ কেজি আফিম উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে।” ধৃতকে রবিবার আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেন।
|
বাংলাদেশ থেকে চোরাপথে আনা জাল নোট কলকাতায় নিয়ে যাওয়ার সময়ে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় মালদহের রথবাড়ি মোড় এলাকায় পুলিশ তাদের ধরে। ধৃতদের কাছ থেকে পুলিশ ২ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের একহাজার ও পাঁচশো টাকার জাল নোট আটক করেছে। ধৃত সুব্রত মণ্ডল, সুভাষ সরকার এবং অতুল সরকারের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে।
|
সরকারি সুযোগ সুবিধার দাবিতে আন্দোলনে নামলেন রায়গঞ্জ জেলা হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মীরা। রবিবার হাসপাতালের ২২ জন সাফাই কর্মী রায়গঞ্জ সাফাই কর্মী হরিজন সমিতির তরফে কর্মবিরতি শুরু করেন। ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “দাবি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। সাফাই কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করার চেষ্টা চলছে।
|
পিকনিক থেকে ফেরার সময় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালির পুন্ডিবাড়ি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম মিঠুন পাল (২০) ও শোভরাজ দাস (২২)। বাড়ি পুণ্ডিবাড়ির দক্ষিণ কালারায়ের কুঠী গ্রামে।
|
দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক গাড়ি চালক। রবিবার বিকেলে মালদহের সুজাপুর মোড়ের কাছে তিনি গুলিবিদ্ধ হন। বিশু মহলাব নামে ওই ব্যক্তিকে মালদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে। |