উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) রায়গঞ্জ ডিভিশনের বরখাস্ত হওয়া ৮৬ জন চুক্তিভিত্তিক ঠিকাকর্মীকে পুনর্নিয়োগের দাবিতে আন্দোলনে নামল সিটু। রবিবার দিনভর সিটু নিয়ন্ত্রিত এনবিএসটিসি পরিবহণ ঠিকা শ্রমিক ইউনিয়নের সদস্যরা নিগমের রায়গঞ্জ ডিপোয় বিক্ষোভ দেখান। আজ, সোমবার সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারকে ঘেরাওয়ের পাশাপাশি ডিপো চত্বরে বিক্ষোভ দেখাবেন হবে বলে সিটুর তরফে ঘোষণা হয়। অভিযোগ, নিগমে প্রায় ১৩০০ জন চুক্তিভিত্তিক ঠিকাকর্মী কর্মরত থাকলেও রাজনৈতিক স্বার্থে রায়গঞ্জ ডিভিশনের ৮৬ জন চুক্তিভিত্তিক ঠিকাকর্মীকে বরখাস্ত করেছেন নিগম কর্তৃপক্ষ। ইউনিয়নের আহ্বায়ক তথা সিটু নেতা পরিতোষ দেবনাথ বলেন, “বরখাস্ত হওয়া ৮৬ জন চুক্তিভিত্তিক ঠিকাকর্মীর বেশির ভাগই সিটু সদস্য। তাঁদের চিহ্নিত করে আচমকা বরখাস্ত করা হয়েছে। দাবি পূরণে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সরকারি বাসের ‘চাক্কাজ্যাম’ করা হবে।” নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় জানান, দাবির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। বরখাস্ত কর্মীরা ১৫-২০ বছর ধরে ঠিকাদারের অধীনে রায়গঞ্জ ডিভিশনের রায়গঞ্জ, ইসলামপুর, চাঁচল, বালুরঘাট ও মালদহ ডিপোয় কর্মরত ছিলেন। রায়গঞ্জ ডিপোয় ছিলেন ৩৪ জন। এতদিন প্রতি বছর ১ জানুয়ারি চুক্তিভিত্তিক ঠিকাকর্মীদের নিয়োগ চুক্তি নবিকরণ করতেন কর্তৃপক্ষ। শনিবার নিগমের ম্যানেজিং ডিরেক্টর রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারের কাছে বরখাস্তের নির্দেশ পাঠান। এরপরই আন্দোলনে নামে ইউনিয়ন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম ঘোষ বলেন, “পূর্বতন সরকারের নিয়োগ প্রক্রিয়ায় কিছু অসঙ্গতিতে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জেনেছি। মানবিক স্বার্থে যাতে পুনর্নিয়োগের আর্জি জানাচ্ছি।” সিটুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ঠিকা কর্মী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক উৎপল সাহা বলেন, “নতুন সরকার নিগম পরিচালনায় ব্যর্থতার গাফিলতি আড়াল করতে অপপ্রচার চালাচ্ছেন।” |