টুকরো খবর |
আলোর রোশনাইয়ে বর্ষবরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নববর্ষে। মেদিনীপুর শহরে ছবিটি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
শুরু হল ২০১২। নানা অনুষ্ঠান, আলোর রোশনাইয়ে বরণ করে নেওয়া হল নতুন বছরকে। নতুন বছরের প্রথম দিন, রবিবার চারিদিকে ছিল উৎসবের মেজাজ। কেউ পার্কে গিয়ে পিকনিক করেছেন। কেউ বাড়িতে বসেই বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার আসর বসিয়েছেন। বর্ষশেষে শনিবার রাতেও জেলা জুড়ে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শুরু হয়েছিল বর্ষবরণের প্রস্তুতি। এরপর বেলা যত বেড়েছে, রাস্তায় মানুষের সংখ্যা তত বেড়েছে। সন্ধের পরই মেদিনীপুর-খড়্গপুর শহর ও শহরতলির রেস্তোরাগুলিতে ভিড় বাড়তে থাকে। শুধু দুই শহরই নয়, নারায়ণগড়, ডেবরা, পিংলা, চন্দ্রকোনা-সহ জেলার বিভিন্ন প্রান্তে বর্ষবরণ উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে। দুই শহরের বিভিন্ন এলাকা আবার আলো দিয়ে সাজানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় বাড়তি পুলিশি নজরদারি ছিল। মেদিনীপুরের কেরানিতলা, রাঙামাটি থেকে খড়্গপুরের ইন্দা, প্রেমবাজার, চৌরঙ্গি গভীর রাত পর্যন্ত পুলিশি টহল চলে সর্বত্র। ঘড়ির কাঁটা ১২ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বর্ষবরণের আনন্দে মেতে ওঠেন সকলে। শুরু হয়ে আলোর রোশনাই। এ দিকে, বর্ষবরণ উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল দাঁতনের মনোহরপুর মাতৃ সেবক সঙ্ঘ। গড়মনোহরপুর ময়দানে ২৯ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হয়। বছরের শেষ দিনে সমাপ্ত হয় অনুষ্ঠান। প্রথম দিন কাকরাজিৎ থেকে মনোহরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার মশাল দৌড় হয়। দ্বিতীয় দিনে নন্দকুড়িয়া থেকে মনোহরপুর পর্যন্ত সাত কিলোমিটার ম্যারাথন দৌড় হয়। শেষ দিনে রক্তদান শিবির, আলোচনাসভা, ম্যাজিক শো প্রভৃতির আয়োজন ছিল।
|
মাদক অভিযানে স্থানীয়রা, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অদূরেই মাদক দ্রব্য বিক্রি হয়। কিন্তু, সব জেনেও পুলিশ চুপ থাকে বলে অভিযোগ। তাই এলাকায় মাদক কারবার বন্ধ করতে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হলেন। রবিবার হাসপাতালের অদূরে মাদক বিক্রির সময় এক মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন। তাঁর কাছে মাদক দ্রব্য কিনতে আসা এক যুবককেও ধরা হয়েছে। পরে দু’জনকেই পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সাকিনা বিবি। বাড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের গির্জাবস্তি এলাকায়। সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে যাওয়ায় ক’দিন আগে স্থানীয় বাসিন্দারা বৈঠক করে সিদ্ধান্ত নেন, এলাকার মধ্যে কাউকে মাদক কেনাবেচা করতে দেখলেই ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সেই মতোই রবিবার ওই মহিলাকে ধরা হয়। কোতোয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই এলাকায় এ বার নিয়মিত তল্লাশি চালানো হবে।”
|
গুলি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাইফেলের ৫৫ রাউন্ড গুলি মিলল শালবনির চকতারিনী এলাকায়। শনিবার স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এসপি প্রবীণ ত্রিপাঠী বলেন, “লাগাতার তল্লাশি অভিযানের ভয়েই কেউ ওই গুলি ফেলে গিয়েছে।”
|
দাঁতনে বর্ষবরণ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
বর্ষবরণ উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল দাঁতনের মনোহরপুর মাতৃ সেবক সঙ্ঘ। গড়মনোহরপুর ময়দানে ২৯ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হয়। বছরের শেষ দিনে সমাপ্ত হয় অনুষ্ঠানও। প্রথম দিন কাকরাজিৎ থেকে মনোহরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার মশাল দৌড় হয়। দ্বিতীয় দিনে নন্দকুড়িয়া থেকে মনোহরপুর পর্যন্ত সাত কিলোমিটার ম্যারাথন দৌড় হয়। শেষ দিনে রক্তদান শিবির, আলোচনাসভা, ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির, ম্যাজিক শো প্রভৃতির আয়োজন ছিল। ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও।
|
পথ নিরাপত্তা সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রবিবার খড়্গপুর শহরের ইন্দায় এক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক পুলিশ। পথচলতি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নানা পরামর্শ দেওয়া হয়। কী ভাবে রাস্তা পেরোতে হয়, হঠাৎ সামনে গাড়ি এসে পড়লে কী করণীয়এই সব নিয়েই পরামর্শ দেওয়া হয়। এ দিন থেকেই পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হল। টানা সাত দিন ধরে এই কর্মসূচি চলবে বলে জানান খড়্গপুরের ট্রাফিক ওসি সুনীতি মুখোপাধ্যায়। এর মধ্যে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেও পথচলতি মানুষকে সতর্ক করা হবে। |
|