দোকানে ভাঙচুর ও আগুন লাগানোর প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ করলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বোলপুর বাসস্ট্যান্ডের কাছে প্রভাত সরণিতে অবরোধ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রভাতসরণি এলাকায় ছিনতাই হচ্ছে বলে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ আসে। অভিযোগ ওঠে, এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে পুলিশ ৫টি দোকানে ভাঙচুর করে। পরে রাত সাড়ে ১২টা নাগাদ আরও দু’টি দোকানে আগুন লাগিয়ে দেয়। তাই ক্ষতিপূরণের দাবিতে রবিবার ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা পথ অবরোধ করেন। বেলা ১১টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। |
শেখ সাজাদ নামে এক ব্যবসায়ীর অভিযোগ, “ছিনতাইয়ের অভিযোগে পুলিশ আমার এক ভাইকে ধরতে আসে। তাকে না পেয়ে পুলিশ তিনটি দোকানে ভাঙচুর চালায়। দু’টি দোকানে আগুনও লাগিয়ে দেয়।” পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। লন্ড্রি মালিক রানি রজক, হোটের ব্যবসায়ী ষষ্ঠি দাসরা অবশ্য বলেন, “কারা আমাদের দোকানে আগুন লাগিয়েছে জানি না। তবে সব কিছু পুড়ে যাওয়ায় আমরা পথে বসতে চলেছি। তাই ক্ষতিপূরণের দাবিতে অবরোধে সামিল হয়েছি।” পুলিশের দাবি, অভিযোগ ভিত্তিহীন। ওই এলাকায় অসামাজিক কাজকর্ম হয়। দুষ্কৃতীদের খোঁজ চলছে। |