টুকরো খবর
আদিবাসীদের মিলন মেলা
ছবি: অভিজিৎ সিংহ।
আদিবাসীদের মিলন উৎসব ‘খেরওয়াল তুকি’ মেলা শেষ হল। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়তলির শিউলিবোনা গ্রামে শময়িতা মঠ এই উৎসবের আয়োজন করেছিল। প্রতি বছরের মতো এ বারও বর্ষশেষের দিন দু’দিনের এই মেলা শুরু হয়েছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। মিঠে সুরে মেতে উঠেছিল মেলা প্রাঙ্গণ। আদিবাসী লোক সঙ্গীতও ছিল। ছিল বাউল, টুসু, ভাদু ইত্যাদি। শময়িতা মঠের সম্পাদিকা ঋষিঋদ্ধা অনাহতা বলেন, “দেশের নানা প্রান্তের আদিবাসী সাংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি শিল্পীদের মত বিনিময়ের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছিল।”

খুদেদের আঁকিবুকি
বর্ষশেষের আগে ৩০ ডিসেম্বর আদিবাসী খুদে পড়ুয়াদের নিয়ে আঁকিবুকি শিক্ষার আসর অনুষ্ঠিত হল পুরুলিয়ার কাশীপুর থানার তালসোড়া গ্রামে। শিল্পী সুজাতা কর সাহা এবং চন্দ্রনাথ সাহার উদো্যগে দিনভর ওই আঁকিবুকি শিক্ষার আসরে রঙ, তুলি ও রঙ-পেন্সিল দিয়ে ছবি আঁকল গ্রামের তাপস হাঁসদা, অনিতা হাঁসদা, সঞ্জয় মাঝি, আকাশ মাঝিরা। খুদে পড়ুয়াদের কথায়, “নানা ধরনের ছবি এঁকেছি রঙ দিয়ে। খুব ভালো লেগেছে।” শিল্পী সুজাতা দেবি বলেন, “প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারা ছবি আঁকতে চায়। তাদের মধ্যেও প্রতিভা রয়েছে। কিন্তু সুযোগ নেই। প্রত্যন্ত গ্রামে বসবাস করলেও তাদের কল্পনার জগৎ কত বর্ণময় তা তাদের আঁকা ছবি দেখলেই বোঝা যায়। আমরা তাদের কাছে সুযোগটুকু পৌঁছে দিয়েছি।”

মিষ্টির দোকানে মদ বিক্রি, ধৃত
মিষ্টির দোকানে মিললো বিদেশি মদ। শনিবার রাতে পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা যৌথ ভাবে অভিযান চালায় নিতুড়িয়া থানার রায়বাঁধ গ্রামের হাটতলায়। সেখানেই একটি মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে তাঁরা মদ বাজেয়াপ্ত করেন। পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে মদ বিক্রি করার অভিযোগে ওই দোকানের মালিক গৌতম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দোকানে অবৈধ মদ বিক্রির খবর পেয়েই আবগারি দফতর অভিযান চালায়। উদ্ধার হয়েছে প্রায় ১০০ লিটার বিদেশি মদ। ধৃতকে রবিবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

স্কুলে কম্পিউটার
স্কুল পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য বান্দোয়ানের ৩টি স্কুলে শনিবার সিআরপিএফ কম্পিউটার দিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সিআরপি-র গুড়পানা শিবির থেকে অনুষ্ঠানের মাধ্যমে ৩ টি কম্পিউটার তুলে দেওয়া হয় বান্দোয়ানের রসিকনগর হাইস্কুল, রাজগ্রাম হাইস্কুল ও নান্না প্রাথমিক হাইস্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের কমান্ডার ওয়াই কে রাজপুত। অন্য দিকে, পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রবিবার আড়শা থানার রাজপতি প্রাথমিক স্কুলে একটি স্বাস্থ্যশিবির হল। পুলিশ জানিয়েছে, শতাধিক স্থানীয় বাসিন্দা এই শিবিরে অংশগ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

যুবকের দেহ উদ্ধার
নিখোঁজ থাকা এক যুবকের পাচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঝালদা থানার সিরকা পাহাড়ের তলায় ওই যুবকের দেহটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জয়দেব মুণ্ডা (২২)। পেশায় চিত্রকর জয়দেবের বাড়ি ঝালদা স্টেশনের কাছে। তাঁর বোন দেবযানি মুণ্ডা’র অভিযোগ, “দাদা দেওয়াল ও ফেস্টুন লেখার কাজ করতেন। আটদিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দাদাকে কেউ খুন করেছে” পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে।

পাম্প চুরি
নদীর পাড় থেকে রাতের অন্ধকারে পাম্পসেট চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বোরো থানার পেঁচাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের একটি খালে সেচের জন্য পাম্পসেট বসানো ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই রাতে দুষ্কৃতীরা ওই পাম্পসেটটি চুরি করে নিয়ে গিয়েছে। ওই পাম্পের সাহায্যে এলাকার বিস্তীর্ণ এলাকায় জমিতে জল সেচ করা হত। পুলিশ জানিয়েছে ,অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

রেজিস্ট্রার নিয়োগ
সম্প্রতি সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে নিয়োগ করা হল নচিকেতা বন্দ্যোপাধ্যায়কে। নচিকেতাবাবু সুইসা নেতাজি আশ্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, ৩০ ডিসেম্বর তাঁকে নিয়োগ করা হয়েছে।

কল্পতরু উৎসব
কল্পতরু উৎসব পালিত হল রবিবার পুঞ্চা থানার দাদড় আশ্রমে। প্রায় ৮০০০ বাসিন্দা এই উৎসবে যোগ দিয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.