তৃণমূলের মধ্যে মতপার্থক্যের জেরে বাগদার বেয়ারা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি কে হবেন, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তৃণমূলের ক্ষমতাধীন ওই সমিতির পদাধিকার নির্বাচন হয় শনিবার।
স্কুল সূত্রে জানা গিয়েছে, সমিতির মোট সদস্য ১৩ জন। শনিবার উপস্থিত ছিলেন ১২ জন। সভায় সমিতির সভাপতি এবং সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে ভজহরি বিশ্বাস এবং অনিমেষ বিশ্বাস। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই ভজহরিবাবু পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক নাথের কাছে।
কার্তিকবাবু বলেন, “ভজহরিবাবু পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন। তা গৃহীত হয়েছেন। কিন্তু তিনি পদত্যাগের কোনও কারণ জানাননি।” কেনই বা ভজহরিবাবু সভাপতি নির্বাচনে দাঁড়ালেন এবং নির্বাচিত হওয়ার পরে কেনই বা পদত্যাগ করলেন, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। ভজহরিবাবুকে অবশ্য সম্পাদক হিসাবে দেখতে চেয়েছিলেন তাঁর দলের একাংশ। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি।
ভজহরিবাবু অবশ্য পরে বলেন, “আমি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দাঁড়াতে চাইনি। দলের সকলের অনুরোধে দাঁড়িয়েছিলাম। কিন্তু দলের একাংশ নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করতে চাইছে। মতপার্থক্য হওয়ায় আমি নিজেই ওই পদ থেকে সরে দাঁড়িয়েছি।” বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অনিমেষবাবু সম্পাদক হয়েছেন। ভজহরিবাবু সম্পাদক হতে চেয়েছিলেন। কিন্তু একটি পদ ক’জনকে দেওয়া সম্ভব? সেই কারণেই হয়তো তিনি অখুশি। পদত্যাগের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” প্রসঙ্গত, ওই স্কুলের আগের পরিচালন সমিতির মেয়াদ শনিবারই শেষ হয়েছে। তাই ওই দিনই নতুন সমিতির পদাধিকারীদের নির্বাচন করা হয়। প্রসঙ্গত, নতুন সমিতিতে পঞ্চায়েত মনোনীত সদস্য কে হবেন, তা নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। পরে অবশ্য তা মিটে যায়। |