l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
পাহাড়ে মানস, সাহায্য দেবে সিকিম সরকারও
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি
বিজনবাড়ির সেতু দুর্ঘটনার পরদিনই পাহাড়ে পৌঁছে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের পরেই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার জনপ্রতিনিধিদের নিয়ে দার্জিলিঙে পৌঁছন প্রদেশ কংগ্রেস নেতা তথা রাজ্যের সেচ ও ক্ষুদ্র কুটিরশিল্প মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি, দার্জিলিঙের বিজেপি সাংসদ যশোবন্ত সিংহও সেতুটি পুনর্নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংও মৃতদের পরিবারপিছু এক লক্ষ টাকা এবং আহতদের পঁচিশ হাজার টাকা সাহায্য করা হবে বলেও ঘোষণা করেন। সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের পরদিনই সিকিমে ছুটে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ দিন চামলিংয়ের সঙ্গে বাগডোগরা বিমানবন্দরে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই সৌজন্য বিনিময়ের পরে কলকাতার বিমান ধরতে চলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পরেই সিকিমের তরফে সাহায্য করা হবে বলে আশ্বাস দেন চামলিং।
বিস্তারিত...
রেলের ডিপোয় বোমা, জখম পাঁচ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রেলের নিলাম চলাকালীন দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন পাঁচ রেলকর্মী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের কাছেই মুখরাম কানোরিয়া রোডে পূর্ব রেলের সিনিয়র মেটিরিয়াল ম্যানেজারের ডিপোর ভিতরে। হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা পালানোর সময়ে ডিপোর প্রধান ফটকের বাইরে বোমা ছোড়ে। যার জেরে ক্ষতি হয় এলাকার একটি ক্লাবের কালীপুজোর মণ্ডপের। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পরে ঘটনাস্থলে যান রেলরক্ষী বাহিনী (আরপিএফ) ও হাওড়া পুলিশের পদস্থ কর্তারা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন মুখরাম কানোরিয়া রোডের রেলের ওই ডিপোর ভিতরে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর মালপত্রের নিলাম চলছিল। তার জন্য এ দিন সকাল থেকে ডিপোর ভিতরে ও প্রধান ফটকের সামনে নিলামে অংশগ্রহণকারীরা ভিড় জমিয়েছিলেন। প্রত্যক্ষদশরীর্রা জানান, দুপুর আড়াইটে নাগাদ ডিপোর ভিতরে প্রধান ফটক থেকে কিছুটা দূরে ভিড়ের মধ্যে আচমকা একটি বোমা এসে পড়ে। স্প্লিন্টার ঢুকে আহত হন রেলের পাঁচ কর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়ায় ছাঁট লোহার নিলামকে কেন্দ্র করে বোমাবাজি, খুন, জখম নতুন কোনও ঘটনা নয়। তবে এই প্রথম নিলাম চলাকালীন ডিপোর ভিতরে বোমাবাজির ঘটনা ঘটল।
বিস্তারিত...
প্রফুল্ল চক্রবর্তীর জামিনের
আবেদন খারিজ হয়ে গেল
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া ও কলকাতা
জামিন পেলেন না কানোরিয়া জুটমিলের বর্ষীয়ান শ্রমিক নেতা প্রফুল্ল চক্রবর্তী। সোমবার তাঁর আইনজীবী উলুবেড়িয়া এসিজেএম আদালতে জামিনের আবেদন পেশ করেন। প্রফুল্লবাবুর বয়স বিবেচনা করে ওই আবেদনের বিরোধিতা করা হয়নি বলে জানান সরকারি আইনজীবী। যদিও বিচারক জামিনের আবেদন খারিজ করে ৩১ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেন। ১৬ অক্টোবর ফুলেশ্বরে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় কানোরিয়া জুটমিল সংগ্রামী শ্রমিক ইউনিয়নের একটি অংশের নেতা প্রফুল্লবাবুকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ৯ অক্টোবর শেখ সামশের লস্কর নামে কানোরিয়া জুটমিলেরই এক শ্রমিককে মারধরে প্ররোচনা দিয়েছেন তিনি। প্রফুল্লবাবু ছাড়াও ওই ঘটনায় আরও ৬ জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন লস্কর। বাকিরা এখনও কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। প্রফুল্লবাবুর আইনজীবী শাহনওয়াজ শেখ এ দিন বলেন, “আদালতে পেশ করা পুলিশের রিপোর্টে জানানো হয়েছে, অভিযোগকারীর মাথায় গভীর আঘাত ছিল। রিপোর্টের এই অংশটি উল্লেখ করেই জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক।” সোমবার উনসত্তর বছরের বৃদ্ধ প্রফুল্লবাবু আদালতে হাজির হননি। তিনি প্রেসিডেন্সি জেলে আছেন। তাঁর আইনজীবী বলেন, “এ দিন ওঁর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল
।
বিস্তারিত...
সাজাও আলোয়
• স্বপ্নে দেবী
চাইলেন কাঠের মূর্তি
• কালীপুজোকে
ঘিরে প্রতিযোগিতা
• থিম, আলোর রোশনাইয়ে জমবে পুজো
• ধূপগুড়িতে নাগাল্যান্ড, কম্বোডিয়া
• বলি বন্ধ হল বেলডাঙার কালীপুজোয়
দৃষ্টিহীনদের মোমবাতিতেই সাজবে দীপাবলি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
ওঁদের তৈরি মোমবাতিতে আলোকিত চারিদিক। অথচ, দীপাবলির সন্ধ্যাতেও অন্ধকারেই ওঁরা। বছরভর রান্নার মশলা, খাতাপত্র-ঝাঁটা-সহ নানান জিনিসপত্র বানায় হলদিয়ার চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীন আবাসিকেরা। কিন্তু কালীপুজোর প্রাক্কালে শুধুই মোমবাতি। হাতে তৈরি সেই মোমবাতির আলোয় সেজে ওঠে গৃহস্থের ঘর। আর তাতেই তৃপ্তি ওঁদের। চৈতন্যপুর থেকে কুকড়াহাটি যাওয়ার পথে আবাসিক এই আশ্রমে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রও। ১৯৮৭ সালে এখানে দৃষ্টিহীনদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ শুরু। পরের বছর থেকেই চালু হয়ে গিয়েছে উৎপাদন। এ ছাড়াও দৃষ্টিহীনদের জন্য রয়েছে পুনর্বাসন কেন্দ্র। বর্তমানে সেখানেই ৩৭ জন দৃষ্টিহীন আশ্রয় নিয়েছেন। তাঁরা সারা বছরই রান্নার মশলা, অফিস ফাইল, খাতা, ঝাড়ু তৈরি করেন। আর কালীপূজোর প্রাক্কালে হিড়িক পরে মোমবাতি উৎপাদনে। কোনও যান্ত্রিক পদ্ধতির সাহায্যে নয়, একেবারে হাতে ছাঁচে ফেলে তৈরি হয় এই মোমবাতি। দু’বছর ধরে রীতিমতো প্রশিক্ষণ দেওয়ার পরই এই উৎপাদন কেন্দ্রে কাজের সুযোগ পাওয়া যায়। এখন কৌশিক হাজরা, শ্যামল ভুঁইয়া-সহ ৯ জন ছাত্র প্রশিক্ষণ নিচ্ছেন।
বিস্তারিত...
কোনও মণ্ডপে ত্রিপুরার মন্দির,
কোথাও আবার মহাভারত কথা
সুশান্ত বণিক • আসানসোল
কালীপুজোর মণ্ডপেও এ বার থিমের আধিক্য দেখা যাবে আসানসোল শিল্পাঞ্চলে। এমনকী, দুর্গোৎসবের তুলনাতেও মাতামাতি কিছু বেশি হচ্ছে এ বার। উদ্যোক্তাদের দাবি, অভিনব মণ্ডপ বানানোর পাশাপাশি আলোকসজ্জাতেও মিলবে নতুনত্বের স্বাদ। সব মিলিয়ে জাঁকজমক এতটাই যে কয়েকটি পুজোর বাজেট বেশ কয়েক লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে। শিল্পাঞ্চলে বড় বড় কালীপুজোগুলির অধিকাংশই চোখে পড়ে ইস্পাত শহর বার্নপুরে। এখানকার ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশনের পুজো এ বার ৫০ বছরে পা দিল। পুরনো সব রেকর্ড ভেঙে এ বার তাই লাগামছাড়া আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাঁদের মণ্ডপ হাম্পির বেঠালা মন্দিরের হুবহু রেপ্লিকা। কাঠের বাটাম, প্লাস্টার অফ প্যারিস এবং ফাইবার দিয়ে বানানো হচ্ছে মণ্ডপ। মেঝে বানানো হচ্ছে ঝাড়খণ্ডের জামতাড়ার স্লেট রঙের মার্বেল পাথর দিয়ে। মণ্ডপে ঢুকলে বোঝা কঠিন, এটি আসল না নকল। পশ্চিম প্রান্তের মূল প্রবেশ দ্বার দিয়ে ঢুকলে মনে হবে রাজস্থানের কয়েকশো বছরের পুরনো কোনও কেল্লার প্রবেশ পথ। এক দিকে রয়েছে লক্ষ্মী গণেশের মন্দির। অন্য প্রান্তে বিরাজমান কার্তিক ও সরস্বতী। মন্দির দু’টির সামনে বেশ বড়সড় চওড়া চাতাল। মণ্ডপের ভিড়ে ক্লান্ত হলে দর্শনার্থীরা এখানে দু’দণ্ড জিরিয়েও নিতে পারবেন।
বিস্তারিত...
সব শুনেছেন মুখ্যমন্ত্রী,
সমস্যা মেটার আশায় বিডিওরা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক নিয়ে এখনও উচ্ছ্বসিত জেলার বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্তারা। আর তাঁদের এই উচ্ছ্বাসের কারণ, খোদ মুখ্যমন্ত্রীকে সামনাসামনি নিজেদের দফতরের প্রয়োজন, সমস্যার কথা জানাতে পারা।
জেলায় উন্নয়নমূল কাজকর্ম সম্পর্কে খোঁজ নিতে এবং সেই সূত্রে বিভিন্ন দফতরের মন্ত্রী, জেলাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিকে নিয়ে গত ১৯ অক্টোবর উত্তর ২৪ পরগনার বারাসতে জেলা সদরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরে রাজ্যের তথা সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নই যে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বৈঠকে সকলকে স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে প্রশাসনিক কি কি সমস্যা হচ্ছে সে ব্যাপারেও বিভিন্ন দফতরের আধিকারিক, বিডিও, এসডিওদের কাছে জানতে চান। উন্নয়ন নিয়ে কোনওরকম বাধাকে যে তিনি পাত্তা দেবেন না তাও জানান মুখ্যমন্ত্রী এবং সেইমতো জেলাপ্রশাসনকেও চলার নির্দেশ দেন। আর এখানেই মুখ্যমন্ত্রীর কাজে অভিনবত্ব খুঁজে পেয়েছেন জেলার প্রশাসনিক কর্তারা। তাঁদের আশা এর ফলে দ্রুত বিভিন্ন সমস্যার সমাধান হবে। জেলার সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমার একটি ব্লক বাগদা। এখানকার বেশিরভাগ মানুষই দারিদ্রসীমার নীচে বাস করেন। মূলত কৃষিকাজের উপরেই তাঁদের রুটি-রুজি নির্ভর করে। এখানকার মানুষের অন্যতম প্রধান সমস্যা চিকিৎসা পরিষেবা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ওড়না-ফাঁসে
আত্মহত্যার চেষ্টা বন্দির
অভিযুক্তের
পাশে সিপিএম
দক্ষিণবঙ্গ
বেলা আড়াইটেয় খবর
এল দুই রক্ষীর বাড়িতে
বিদ্যুৎ কর্মীদের
মারধর গোঘাটে
বর্ধমান
ডাবলুর পরে ‘ত্রাস’
আজাদ, কাঠগড়ায় তৃণমূল
নদীতে মিলল
তরুণীর দেহ
পুরুলিয়া
মিড-ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের
অপহরণের নালিশ,
গ্রেফতার দুই যুবক
মুর্শিদাবাদ
সাঁইথিয়ার রেল দুর্ঘটনা
থেকে অক্ষরধাম,
প্রস্তুতি সারা রানাঘাটে
সীমান্তের গ্রামে
উৎসব ফুটবল ঘিরেই
মেদিনীপুর
দিঘায় অবৈধ নির্মাণে
অভিযুক্ত তৃণমূল নেতা
ডেবরায় ফের দুর্ঘটনা,
ছাত্রী-সহ মৃত ২
কলকাতা
৩২.২ /২৩.৬
আজকের দিনে
• ১৯৮০:
কবি ও গীতিকার
সাহির লুধিয়ানভির মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.