নদী থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার গভীর রাতে কলনা ২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের শিবপুর এলাকার একটি নদীতে তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। সোমবার সেখান থেকে দেহটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালনা থানা সূত্রে জানানো হয়েছে, ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
|
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডিপিএল গেটের সামনে সোমবার অবস্থান বিক্ষোভ করল আইএনটিইউসি। সংগঠনের সাধারণ সম্পাদক উমাপদ দাস জানান, সপ্তম ইউনিট নিয়ে সমস্যা লেগেই আছে। কর্তৃপক্ষের কাছে তদন্ত দাবি করা হয়েছে। তাঁর অভিযোগ, এছাড়া কলোনির রাস্তাঘাট বেহাল, কোয়ার্টারগুলির সংস্কার জরুরি। ডিপিএল হাসপাতালের চিকিৎসা পরিষেবা বেহাল হয়ে পড়েছে। অষ্টম ইউনিটের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাশ্রমিক নিয়োগের ব্যাপারে কর্মী সংগঠনগুলির সঙ্গে কর্তৃপক্ষ কোনও আলোচনা করছেন না। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক মজুমদার শ্রমিক সংগঠনের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
একটি পেট্রোল পাম্পে সোমবার সন্ধ্যায় লুঠপাট চালাল দুষ্কৃতীরা। দুই কর্মীকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালায় তারা। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগদ ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে হরিপুরে। জখম কর্মী নন্দু সিংহ ও সিয়ারাম সিংহ জানান, জনা ছয় দুষ্কৃতী তাঁদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। তাদের মারধর করে টাকা পয়সা লুঠ করে দুষ্কৃতীরা পিছন দিকের জঙ্গল দিয়ে পালায় বলে অভিযোগ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
রাজবাঁধের একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সামনে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে সোমবার সন্ধ্যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। তেল সংস্থার দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। তবে, কী ভাবে ওই ট্যাঙ্কারে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তেল সংস্থাটি। |