খেলার টুকরো খবর |
জয়ী কল্যাণী
নিজস্ব সংবাদদাতা • কালনা |
খাসপুর অল আদিবাসী সিধো-কানহু ক্লাব আয়োজিত কালনা ১ ব্লকের কেশপুর গ্রামে আয়োজিত ফুটবলে জয়ী হল কল্যাণী একাদশ। ফাইনালে তারা ৩-১ গোলে হুগলির আকরা একাদশকে হারায়। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ ফজিলা বিবি প্রমুখ।
|
এক দিনের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
আদিবাসী নদের চাঁদ ইয়ংস্টার ক্লাব আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতা হল ধাত্রীগ্রাম ফুটবল মাঠে। রবিবার ফাইনালের খেলায় নদিয়ার বেথুয়াডহরি ক্লাব ৪-০ গোলে হুগলির মগরা স্পোর্টিং ক্লাবকে হারায়। ১৬টি দল এ বার এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
দ্বিতীয় বিভাগ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ার। তারা আসানসোল স্টেডিয়ামের খেলায় সূর্য সেন পার্ককে ২-০ গোলে হারায়। এই প্রতিযোগিতার রবিবারের খেলায় সোদপুর মাঠে ইলেভেন বুলেটের কাছে ১-০ গোলে হেরেছিল কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ার।
|
চ্যালেঞ্জ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বার্নপুর ক্লাব আয়োজিত ধর্মসঙ্ঘ চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল লাস্কার সামলেট। তারা বেকারি মাঠের খেলায় আদিবাসী মিলন সঙ্ঘকে ২-১ গোলে হারায়। এই মাঠের রবিবারের খেলায় ঠাকুরপুকুর বৈশালী ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে গোপালবেত দোমহানিকে হারায়।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নানকু বাস্কে ও অমল কোড়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মুর্গাথোল আদিবাসী ক্লাব। তারা ইকড়া রাজারামডাঙা মাঠে ফাইনালে শিশিরডাঙা আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। ফাইনালের সেরা হন বিজয়ী দলের লক্ষ্মীরাম সোরেন। উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান। আয়োজকদের পক্ষে বাবলু বাস্কে জানান, ১৬টি দল যোগ দিয়েছিল।
|
জিতল তারাডাঙা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এ বি পিট মিছিরডাঙা আদিবাসী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তারাডাঙা আদিবাসী ক্লাব। তারা মিছিরডাঙা মাঠে ফাইনালে নিমধাওড়া আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। আয়োজকদের পক্ষে মনোজ নুনিয়া জানান, চতুর্থ বর্ষের এই প্রতিযোগিতায় ৩২টি দল যোগ দিয়েছিল।
|
হারল ডায়মা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের রেলিগেশন ম্যাচে জয়ী হল ফ্রেন্ডস রেজিমেন্ট। সোমবার তারা ডায়মা ক্লাবকে ৩-০ গোলে হারায়। পাপ্পু রায় ২টি ও গৌতম বাগদি একটি গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রতন মাইতি, পার্থসারথি বন্দ্যোপাধ্যায় ও অসীম দে। |
|