উত্তেজনা নেই, সামনে আছে ইতিহাসের ডাক |
 |
সুমিত ঘোষ, কলকাতা: ৫-০ হয়ে গেলে ইডেনে ভিকট্রি ল্যাপ দেবেন? বিশ্বকাপ জয়ের ওয়াংখেড়েতে এইমাত্র ইংল্যান্ডকে হারিয়ে উঠলেন। বাকি রইল মঙ্গলবারের ইডেন। সেখানে জেতা মানে ৫-০ হোয়াইটওয়াশের লক্ষ্যপূরণ। মহেন্দ্র সিংহ ধোনি ইতস্তত করতে শুরু করলেন। ভাবখানা এমন যে, এই তো ইংল্যান্ড টিম! আড়াইশোও তুলতে পারে না। তাদের হারিয়ে আবার কী ভিকট্রি ল্যাপ দেব? |
|
৫-০ আটকানো ইংল্যান্ডের খুব কঠিন হবে
সৌরভ গঙ্গোপাধ্যায়: বছরের গোড়ায় গত বিশ্বকাপের সময়ই আমার শহরের একটা ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখার কথা ছিল। অনিবার্য কারণে ম্যাচ অন্যত্র চলে গিয়েছিল। সেই সময় কার দোষে ম্যাচ হারাতে হয়েছিল সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। বরং মঙ্গলবার ইডেনে চমৎকার এক ক্রিকেটীয় আবহের অপেক্ষায় আছি। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখনই ৪-০ এগিয়ে এবং কোনও সন্দেহ নেই, ধোনি ও তার তারুণ্যে ভরা টিম নবনির্মিত ইডেনে ‘ব্রাউনওয়াশ’-টা সেরে ফেলতে চাইবে। |
|
আত্মঘাতী আর উন্মাদ হয়ে গিয়েছিল ডিফেন্স: ফার্গুসন |
নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখনও ম্যাঞ্চেস্টার সিটির থেকে অনেক ভাল টিম। এই মন্তব্য আর কারও নয়, যাঁর দল ম্যান ইউকে ৬-১ পর্যুদস্ত করল সেই রবের্তো মানচিনির। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন না হতে পারলে নিজেদের ম্যান ইউয়ের সমকক্ষ হয়তো ভাবতেও পারবেন না তিনি। রবিবারই ছিল রুনির জন্মদিন। ৬ গোলে হেরেও গেলেও জন্মদিন পালন করতে প্রিয় চিনা রেস্তোরাঁয় গেছিলেন রুনি। |
 |
|
|
|
ক্রিকেটে গোরা-বধের সাক্ষী থাকতে
ইডেনে আজ শিবদাসদের বংশধরেরা |
 |
|
|
|
|
|
|
|

মেহতাবের বদলিরও চোট, সমস্যায় মর্গ্যান |
|
প্রথম আইসিসি টি-টোয়েন্টি
ক্রমপর্যায়ে ভারত পাঁচ নম্বরে |
|
ঝড় তুলবেন বঙ্গসন্তান |
টুকরো খবর |
|
|