গুরু গ্রেগ-এর বন্দুকের সামনে ফের ভারতীয় ক্রিকেট। এ বার টার্গেট স্বয়ং মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট! ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল তাঁর নতুন বই ‘ফিয়ার্স ফোকাস’-এ লিখেছেন, “মানসিক ভাবে সচিন তেন্ডুলকর ভঙ্গুর।” ভারতের কোচ থাকার সময় গ্রেগের মনে হয়েছে, মাঝেমধ্যে সচিন মানসিক ভাবে ভেঙে পড়েন।
সচিন প্রসঙ্গে গ্রেগ তাঁর বইয়ে লিখছেন, “ভারতীয় দলকে কোচিং করানোর গোড়ার দিকে একবার আমার কাছে সচিন এসে ঝাড়া দু’ঘণ্টা ধরে কথা বলেছিল।” এতেই নাকি গুরু গ্রেগের মনে হয়েছে, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মানসিক ভাবে ভঙ্গুর। “সচিন ওই সময়টায় ওর ফর্ম নিয়ে হতাশ ছিল। নিজের ক্ষমতার উপর ওর সন্দেহ জেগেছিল। দু’হাজার ছয়ের ওই সময় মালয়েশিয়া থেকে ওয়ান ডে টুর্নামেন্ট খেলে সচিন সদ্য ফিরেছিল। আশ্চর্যজনক ভাবে সচিন মানসিক ভাবে ভঙ্গুর অবস্থায় ছিল এবং আমার কাছে পরামর্শের জন্য এসেছিল।” গ্রেগের কিছু দিন আগেই পাক পেসার শোয়েব আখতার তাঁর বইতে সচিনকে খোঁচা মেরেছেন, তাঁর বোলিংয়ের সামনে তেন্ডুলকর ভয় পেতেন বলে।
এ দিকে গ্রেগ তাঁর বইয়ে আরও লিখেছেন, “সচিন কোনও বিশ্রাম পায়নি। একবার আমাদের আলাপচারিতায় ওকে বলেছিলাম, তোমার এত বন্ধু আছে, কিন্তু তুমি নিশ্চয়ই ওদের সবার সঙ্গে যোগাযোগ রাখার তেমন সময় পাও না। সচিন উত্তরে আমার দিকে তাকিয়ে বলেছিল, “গ্রেগ, ভারতে আমার চেয়ে বোধহয় তোমারও বেশি বন্ধু আছে।” সচিন যখন ক্রিকেট সফর করে সর্বক্ষণ হেডফোন লাগিয়ে ঘোরে। পাশের দিকেও তাকায় না। চার পাশের সব কিছু যেন বন্ধ করে দেয়। ডন ব্র্যাডম্যানকে পর্যন্ত সচিনের মতো প্রত্যাশার চাপ বহন করতে হয়নি। আর সচিন এই অসীম চাপ সেই ১৯৮৯ থেকে বয়ে চলেছে।” |