নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেহতাব হোসেন নেই। তাঁর জায়গায় যাঁকে নামিয়ে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ট্রেভর মর্গ্যান সেই সুশান্ত ম্যাথুরও নাকের হাড় সামান্য সরেছে। পরিস্থিতি যা তাতে শনিবার প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। কর্তারা জানাচ্ছেন, মঙ্গলবার ডাক্তাররা আবার দেখবেন সুশান্তকে। তারপরই বলা যাবে তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। অ্যালান গাও-এর চোট সারেনি। তাঁরও আজ স্ক্যান হবে। ইস্টবেঙ্গল কোচ অনুশীলনের পর বলেন, “গাও পুরোপুরি সুস্থ না হলে ওকে খেলাব না।”
ইউনাইটেড স্পোর্টিংয়ের বিরুদ্ধে সাম্প্রতিক কালে যত বার ইস্টবেঙ্গল খেলতে নেমেছে ততবারই কাকতালীয় ভাবে ম্যাচের আগেই চোট-আঘাত-কার্ড সমস্যায় পড়েছে। আই লিগে মেহতাব না থাকায় এমনিতেই তীব্র সমস্যায় পড়েছে মর্গ্যানের টিম। মাঝমাঠের খেলাটাই জমাট বাধছে না। কোচ স্বীকার করে নিয়েছিলেন, মেহতাবের বিকল্প এখনও তাঁর হাতে নেই। এ দিন অনুশীলনের পর লাল-হলুদ কোচ বললেন, “চোট সারিয়ে আগের ফিটনেসে ফিরতে মেহতাবের অন্তত পনেরো দিন তো লাগবেই।” অর্থাৎ ইস্টবেঙ্গল মিডিওকে মাঠের বাইরে থাকতে হবে আরও তিন ম্যাচ।
মেহতাব নিজে অবশ্য আশায় রয়েছেন লিগের তিন নম্বর ম্যাচ থেকেই মাঠে নামবেন। বললেন, “মাঠে নামলে এক সপ্তাহের মধ্যেই ফিট হয়ে যাব।” কিন্তু সুশান্তকে যদি ইউনাইটেডের বিরুদ্ধে না পাওয়া যায় তা হলে মর্গ্যান কীভাবে সামাল দেবেন মাঝমাঠ তা অবশ্য এ দিন বোঝা যায়নি। চার্চিলের কাছে হারের ধাক্কা সামাল দিতে স্ট্রাইকারদের গোলের রাস্তায় ফেরাতে চাইছেন তিনি। এ দিন সে জন্য টোলগে-রবিন-বলজিৎদের নিয়ে বিশেষ একটি অনুশীলন করান। বলেও দিয়েছেন, ‘‘প্রয়াগ শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে গোলে ফিরতেই হবে আমাদের স্ট্রাইকারদের। সে জন্যই ওদের নিয়ে আলাদা অনুশীলন হচ্ছে।”
|
মঙ্গলবারে
কলকাতা লিগ
মহমেডান : পিয়ারলেস (যুবভারতী দুপুর ২-১৫)। |