প্রথম আইসিসি টি-টোয়েন্টি ক্রমপর্যায়ে ভারত পাঁচ নম্বরে
ডেনে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মাত্র পাঁচ দিন আগে আইসিসি টেস্ট এবং ওয়ান ডে-র মতো টি-টোয়েন্টি ক্রিকেটেরও বিশ্ব ক্রমপর্যায় চালু করে দিল। এবং তাতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত পঞ্চম স্থানে আছে। শীর্ষে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফলে ইংল্যান্ড তিনটি ফর্ম্যাটের ক্রিকেটের দু’টিতেই বিশ্ব ক্রমপর্যায়ে এক নম্বরে থাকল। টেস্ট এবং টি-টোয়েন্টি।
শনিবার ইডেনের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত-ইংল্যান্ড-ই লড়াই। সোমবার উদ্বোধনী আইসিসি টি-টোয়েন্টি বিশ্ব ক্রমপর্যায়ে ইংল্যান্ড ১২৭ রেটিং পয়েন্টে এক নম্বরে থাকার পরের চারটি স্থান যথাক্রমে শ্রীলঙ্কা (১২৬), নিউজিল্যান্ড (১১৭), দক্ষিণ আফ্রিকা (১১৩) এবং ভারতের (১১২)। ছয় থেকে দশে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবোয়ে। আইসিসি-র নিয়মানুযায়ী ন্যূনতম আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখনও না খেলার জন্য বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশও এই নতুন র্যাঙ্কিংয়ে নেই। ২০০৯-এর অগস্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হওয়া থেকে সব ম্যাচ ধরে আইসিসি বিশ্ব ক্রমপর্যায় প্রকাশ করেছে। আইসিসি সূত্রের খবর, ইডেনে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারালে ধোনির দল এক লাফে দুইয়ে উঠে আসবে।
দলের পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টিতে ব্যক্তিগত বিশ্ব র্যাঙ্কিংও এ দিন প্রকাশ করেছে। কুড়ি-কুড়ি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, সেরা বোলার শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস এবং সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ব্যাটসম্যানদের ক্রমপর্যায়ে সেরা ভারতীয় সুরেশ রায়না (৫)। বোলার এবং অলরাউন্ডার তালিকায় প্রথম পাঁচে ভারতের কেউ নেই। তাৎপর্যপূর্ণ, সেরা দশ বোলারের মধ্যে সাত জনই স্পিনার। আইসিসি জেনারেল ম্যানেজার-ক্রিকেট ডেভ রিচার্ডসন বলেছেন, “কুড়ি ওভারের ক্রিকেটেও স্পিনারদের যে বড় ভূমিকা আছে এটাই তার প্রমাণ।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.