ফর্মুলা ওয়ানে শাহরুখও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতের একমাত্র ফর্মুলা ওয়ান দলের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের সবথেকে টাটকা ‘সুপারহিরো’! সহারা ফোর্স ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধেছে ‘রা ওয়ান’। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে শুধুমাত্র ভারতীয় গ্রাঁ প্রি-তে সহারা ফোর্স ইন্ডিয়ার গাড়ির সামনে লাগানো থাকবে ‘রা ওয়ান’-এর লোগো। একেবারে অভিনব প্রচার-চিন্তা। বলিউডের বিপণনে এমন বিপ্লব যাঁর মস্তিষ্কপ্রসূত, তিনি অবশ্যই শাহরুখ খান। শিল্প মহল পর্যন্ত যাঁর ছবির প্রচার-কৌশল দেখার পর তাঁকে ‘মার্কেটিং গুরু’ বলে ডাকতে শুরু করে দিয়েছে আজকাল। বলিউডের বাদশার অবশ্য এই তকমাটায় ঘোর আপত্তি। তাঁর সাফ বক্তব্য-- নিজের ছবির প্রচার সবাই করে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। সোমবারই রা ওয়ানের প্রচার দুবাই পাড়ি দিয়েছেন শাহরুখ। তাঁর প্রচারবিদ জানালেন, দুবাই থেকে লন্ডন, টরন্টো এবং লস অ্যাঞ্জেলিস হয়ে রবিবার সটান দিল্লিতে নামবেন ‘জি ওয়ান’। বুদ্ধ সার্কিটের রেসে হাজির থাকতে। ফর্মুলা ওয়ানকে ছবির প্রচারের জন্য কাজে লাগানোর চিন্তাটা ভারতে আনকোরা নতুন হলেও বলিউডে এমন নজির রয়েছে। এর আগে রেড বুল রেসিংয়ের সঙ্গে এ ভাবেই ‘টাই আপ’ হয়েছিল সুপারম্যান রিটার্নস এবং স্টার ওয়ারস ছবি দু’টোর। শুক্রবার পর্দায় আত্মপ্রকাশ করবে ‘রা ওয়ান’। দেশে এই মুহূর্তে সব থেকে হাই প্রোফাইল আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে সে দিনই জড়িয়ে পড়ার থেকে ভাল আন্তর্জাতিক বিপণন আর কী-ই বা হতে পারে?
|
এই প্রথম আই লিগ মণিপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের প্রায় সব দলেই এক বা তার বেশি মণিপুরের ফুটবলার। অথচ মণিপুরবাসীরা তাঁদের ঘরের ছেলেদের নিজেদের মাঠে কখনও আই লিগের ম্যাচে খেলতে দেখেননি। এ বার সেই না-পাওয়া মিটতে চলেছে। প্রথম বারের জন্য আই লিগের কোনও ম্যাচ হতে চলেছে মণিপুরে। শিলংয়ের স্টেডিয়াম তৈরি হয়নি বলে লাজংয়ের প্রথম তিনটি হোম ম্যাচ হবে ইম্ফলে। সেক্ষেত্রে কলকাতার পৈলান অ্যারোজকে খেলতে হবে ইম্ফলে। ২ ডিসেম্বর ওডাফা-ব্যারেটোর মোহনবাগানেরও সেখানে খেলার সম্ভাবনা রয়েছে। ইম্ফলে খেলার জন্য শিলংয়ের ক্লাবটির সমর্থন কমে যাবে মানতে নারাজ লাজং কোচ প্রদ্যুম রেড্ডি। তাঁর কথায়, “ইম্ফলে কিছু দিন আগেই প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। আমাদের প্রচুর সমর্থক মাঠে এসেছিলেন। ওখানে হোম ম্যাচের পরিবেশই পাব। মণিপুরে ফুটবল ভীষণ জনপ্রিয়।” সাত জন মণিপুরী ফুটবলার তাঁর দলে। সমর্থনে ভাঁটা পড়বে না, দাবি তাঁর।
|
ভাগীরথীতে নৌকাবাইচ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পূর্বস্থলী ১ ব্লকের সিদ্ধেশ্বরীতলা ঘাটে হল নৌকাবাইচ প্রতিযোগিতা। শনি ও রবিবার ভাগীরথী ঘাটে আয়োজিত এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ১৬টি দল। রবিবার সন্ধ্যায় প্রতিযোগিতার ফাইনালে ওঠে নদিয়ার হরনদী ও বর্ধমানের সমুদ্রগড় সিদ্ধেশ্বরীতলা। উদ্যোক্তাদের দাবি, স্থানীয় মৎসজীবীদের আনন্দ দিতেই বহু বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করেন তাঁরা।
|
দাবার উদ্বোধনে ওয়াড়েকর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রতিদ্বন্দ্বীর সংখ্যার বিচারে, অনূর্ধ্ব ২৫ বিভাগে দেশের সবচেয়ে বড় দাবা টুর্নামেন্ট চেস ফর ইয়ুথ শুরু হচ্ছে ৪ নভেম্বর, টাউন হলে। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করবেন অজিত ওয়াড়েকর ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। ৭ নভেম্বর চ্যাম্পিয়নদের পুরস্কার দেবেন প্রসেনজিৎ। পাঁচশোর বেশি দাবাড়ু অংশ নেবেন, এর মধ্যে থাকছেন অনাথ শিশুরাও।
|
বাংলা মূলপর্বে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এই না হলে চ্যাম্পিয়ন! মূলপর্বে তো গেলই, সঙ্গে মঙ্গলবার যে ভাবে জাতীয় টি টোয়েন্টিতে গ্রুপের শক্তিশালী দল ওড়িশাকে উড়িয়ে দিল বাংলা, তাতে একটা জিনিস পরিষ্কার। ঋদ্ধিমান সাহা-লক্ষ্মীরতন শুক্লরা ফের চ্যাম্পিয়ন হতেই এসেছেন। এ দিন জামশেদপুরের কিনান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। এবং ২০ ওভারে তোলে ১৪৩-৬। ভাল রান পান অভিষেক ঝুনঝুনওয়ালা (৫৪ন:আ:) এবং অনুষ্টুপ মজুমদার (৪৩)। জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওড়িশা। সামি আহমেদ (২-৩), ইরেশ সাক্সেনা (৩-২০) এবং লক্ষ্মীর (১-২০) দাপটে মাত্র ৬৫ রানে শেষ ওড়িশা। বাংলা জেতে ৭৮ রানে।
|