খেলাধুলোর সাধারণ জ্ঞান বলে থাকে, যখন তুমি জিতে চলেছ উইনিং কম্বিনেশন ভেঙো না। সেই একই সাধারণ জ্ঞান হল, যখন তুমি হেরেই চলেছ যত দূর পারো টিমে অদলবদল ঘটাও। যা দেখছি, ইংল্যান্ড ক্রিকেট দলের সেই জ্ঞানটুকু নেই।
আপনাদের মতোই আমি এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে ক্লান্ত এবং ধ্যানধারণাহীন কেন ইয়ান বেল এই সিরিজে খেলছে না? যদি তোমার দলের সেরা প্লেয়ার ড্রেসিংরুমে পিঠ ঘুরিয়ে বসে থাকে, তা হলে বলতেই হচ্ছে তুমি চ্যারিটি ম্যাচ খেলতে নেমেছ। সোজা কথা, তোমার প্রতিদ্বন্দ্বীকে দাতব্য করছ।
কোনও দলের যখন খারাপ সময় যায়, কিছুতেই হার থেকে রেহাই পাওয়া যায় না তখন স্বাভাবিক সমাধানসূত্র হচ্ছে, অন্য রকম কিছু করার চেষ্টা করা। সাফ কথা, ইংল্যান্ড ওপেনাররা তাদের কাজ করছে না। মিডল অর্ডার উপমহাদেশের পিচ-পরিবেশকে বোঝার অক্ষমতাহেতু ব্যর্থ হওয়ার ভয়ে সিঁটিয়ে রয়েছে। লোয়ার অর্ডার কার্যকর ভাবে দলের ইনিংসে কিছু রান দেওয়ার জন্য খুব কমই ওভার হাতে পাচ্ছে। নিটফল: নিজেদের ইনিংসে খুব কম রান উঠছে। বোলারদের ওপর খুব বেশি চাপ পড়ছে। প্রতিপক্ষ খুব বেশি সহজ, মানসিক শক্তিবর্ধক জয় পেয়ে যাচ্ছে।
ইডেনে সিরিজের শেষ ওয়ান ডে-তে ইংল্যান্ড যদি বেল-কে খেলানোর সিদ্ধান্ত নেয়ও, বেচারা এত লম্বা একটা সময় বাইশ গজে ‘নক্’ না করা অবস্থায় নামবে। হয়তো এর মধ্যে ও ব্যাটিং ফর্ম হারিয়েও বসে থাকতে পারে! জনি বেয়ারস্টোকেই বা আগে ব্যাট করতে পাঠানোর কথা ভাবছে না কেন কুক? জনি খুব ভাল ওয়ান ডে ব্যাটসম্যান। কিন্তু এই সিরিজে যতক্ষণে ও নামছে, তখন নিজের দক্ষতা দেখানোর মতো পর্যাপ্ত ওভার আর থাকছে না। এই পরিস্থিতিতে আর যে ইংরেজ ব্যাটসম্যান পার্থক্য গড়ে দিতে পারে সেই পিটারসেন রান করলেও সেট দলের পক্ষে পর্যাপ্ত নয়। আগেভাগে আউটও হয়ে যাচ্ছে।
যারা বলছে বেলের উপযুক্ত বিকল্প ট্রট, তাদের কাছে আমার প্রশ্নইংল্যান্ডকে শেষ কবে ওয়ান ডে ম্যাচ জিতিয়েছে ট্রট? বেলের ক্ষমতা আছে একার হাতে প্রতিপক্ষ বোলিংকে ছিঁড়ে ফেলে, ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার। আর ঠিক এটাই আজ ইডেনে ইংল্যান্ডের দরকার। একই টিম কম্বিনেশন ধরে রাখাটা কারও বিশ্বস্ততা প্রমাণ করে ঠিকই। কিন্তু বর্তমান ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছে সেই কাজটা এই মুহূর্তে চূড়ান্ত বোকার মতো হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং যা দাঁড়াল ইংল্যান্ডের ব্যাটিং আদৌ ভাল হচ্ছে না। ফলে ওদের বোলাররা শুরু থেকেই চাপে থাকছে। আর এর সঙ্গে ভারতীয় দলে তারুণ্যের দাপটে (যার নবতম সংযোজন হল বরুণ অ্যারনের মতো অনবদ্য পেসার) এই সিরিজে ভয় নামক দৈত্যটা শুধু একটা দলের ঘাড়েই চেপে রয়েছে! |