লুকোচুরি |
ব্রহ্মপুত্রের অন্যতম উপনদী কুলসি। এ নদীতে এখনও টিকে আছে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত অন্তত ২৯টি ডলফিন। মাঝে মাঝেই দেখা মেলে তাদের। সোমবার মিষ্টি জলের বিশ্ব ডলফিন দিবসে এই নদীরই তীরে পাঁচটি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয়েছিল ডলফিন সচেতনতা কর্মশালা। ব্রহ্মপুত্রের ডলফিন নিয়ে সমীক্ষা চালাচ্ছে আরণ্যক। রাজীবাক্ষ রক্ষিতের তোলা ছবি। |