ধূপগুড়িতে নাগাল্যান্ড, কম্বোডিয়া
বছর দুর্গাপুজোয় ধূপগুড়ির দর্শনার্থীদের তেমন মন না ভরলেও সে অভাবটা পুষিয়ে দিতে প্রস্তুত হচ্ছে কালী পুজোর মণ্ডপ। শহরের মধ্যে উঠে আসছে কম্বোডিয়ার আঙ্করভাটের মন্দির, বরফঢাকা পাহাড়ের কোলে অমরনাথ ধাম, শিসমহল, নাগাল্যান্ডের আস্ত একটি গ্রাম। ৪১ বছরে এসটিএস ক্লাবের আকর্ষণ অমরনাথের মন্দির বিশ্বকর্মা পুজোর আগে শুরু হয়েছে তাদের পুজো মণ্ডপ তৈরির কাজ। ৮০ ফুট উঁচু আর ৬৫ ফুট চওড়া বিশাল পাহাড় তৈরি হয়েছে মাঠ জুড়ে। বরফের পাহাড় তৈরি করতে ৯ কুইন্টাল প্লাস্টার অব প্যারিসের সঙ্গে ৩টি ৩ তলা বাড়িতে রঙ করতে যে পরিমাণ রঙের প্রয়োজন হয় তা ব্যবহার করছে এসটিএস। মণ্ডপে বরফের পাহাড়ের ৩৫ উঁচু ডিঙিয়ে দর্শনার্থীরা মূল মণ্ডপে পৌঁছবেন। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে ওঠার সময় ঝরনা সহ সত্যিকারের পাহাড়ে চড়ার অনুভূতি পাবেন দর্শনার্থীরা। বৈরাতিগুড়ি সর্বজনীন শ্যামাপুজো কমিটির পুজোয় উঠে আসছে কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির। দ্বাদশ শতাব্দীতে তৈরি ওই মন্দির দর্শন করতে হলে ২০ মিনিট সময় লাগবে। বৈরাতিগুড়ি স্কুল মাঠে তৈরি হচ্ছে কৃত্রিম বন। অমাবস্যার রাতে বনের পথ ধরে মূল মণ্ডপে যাওয়ার সময় নানান রকমের জন্তু, ঝিঝি পোকার ডাক শোনা যাবে। সকলের সেই পরিবেশ পেরিয়ে আঙ্করভাটের মন্দিরে প্রবেশদ্বার। প্রাচীন ওই মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর মুর্তি। থার্মোকল কেটে, রঙ করে প্রাচীন মূর্তির মত করে তোলা হয়েছে। মন্দিরের ভেতর জলাশয়ে জ্বলবে ১০৮ টি প্রদীপ। কাঁসর, ঘণ্টার আওয়াজের পাশাপাশি কালিকা মন্ত্রের উচ্চারণ-সহ কলকাতার দোহার ব্যান্ডের শিল্পী সত্যজিতের ভাবনায় তৈরি হয়েছে থিম। তাঁর কথায়, এক বার এ মন্দির দেখলে দর্শনার্থীরা সারা জীবন মনে ধরে রাখবেন। কালী মূর্তি কষ্টি পাথরের আদলে সোনার অলঙ্কার থাকবে মায়ের সারা শরীরে। ৪৬ বছরে এভারগ্রিন ক্লাবের থিম নাগাল্যান্ডের গ্রাম্য পরিবেশ। আস্ত একটি নাগা গ্রাম উঠে আসছে রেজিস্ট্রি অফিসের পেছনের ছোট মাঠটিতে। নাগাল্যান্ডের স্থানীয় মানুষ কী খাবার খেতে অভ্যস্ত, তাদের নাচ, গান, শিল্প সংস্কৃতি সব কিছু আলোয় ফুটে উঠবে। তৈরি হচ্ছে নাগাদের বাড়ির আদলে মণ্ডপ। তার ভেতর নাগা দেবদেবীর আদলে কালী মুর্তি তৈরি করা হয়েছে। থানার পাশে শান্তি সংঘের পুজো ৫১ বছরে পড়ল। তাদের থিম শিসমহল। ৬৫ উঁচু আর ৫০ ফুট চওড়া মণ্ডপ জুড়ে থাকছে শুধু কাঁচ আর রেডিয়াম চুড়ি। ও কাঁচ কেটে নানান কারুকার্য করা হয়েছে। মুর্শিদাবাদের শিল্পী রাজকুমার মণ্ডল তৈরি করেছে তারাপীঠে আদলে মাটির মূর্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.