এলাকায় আইন শৃঙ্খলার অবনতি এবং উন্নয়নে অবহেলার অভিযোগ তুলে ফাঁসিদেওয়ায় আন্দোলনে নামল সিপিএম। সোমবার ফাঁসিদেওয়া থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি সিপিএম কর্মী সমর্থকেরা ফাঁসিদেওয়া বিডিও অফিসেও বিক্ষোভ দেখানো হয়। পরে থানার ওসি ও ফাঁসিদেওয়ার বিডিও’র কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এলাকার সিপিএম নেতা বীরেন নন্দী, স্বদেশ দেবনাথ, সুশীল দেবনাথ ও সুজিত রায়ের নেতৃত্বে দলের প্রচুর সমর্থক বিক্ষোভে অংশ নেন। সিপিএমের অভিযোগ, রাজ্যে নতুন সরকার ক্ষমতাসীন হবার পর আইনশঙ্খলা জনিত সমস্যা বাড়ছে। পুলিশ প্রশাসন নিরপক্ষ ভূমিকা পালনের পরিবর্তে ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে। ক্ষমতাসীন দলের লোকজন সিপিএমের কর্মী সমর্থক ও গরিব জনসাধারণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা করে হয়রান করছে। ফাঁসিদেওয়া থানার কয়েকজন অফিসার অবশ্য জানান, পক্ষপাতিত্বের কোনও প্রশ্নই ওঠে না। তবে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেছেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।”
এলাকার উন্নয়ন নিয়ে সিপিএম অভিযোগ, জেলা, ব্লক ও জেলার ত্রিস্তর পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজকর্মে অচলাবস্থা চলছে। বার্ধক্যভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদান করা হচ্ছে না। ফলে দুঃস্থ মানুষজন অর্ধাহারে-অনাহারে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের কাজ হচ্ছে না। গ্রামীণ রাস্তাঘাট সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ বন্ধ হয়ে গিয়েছে। ব্লকের পরিবহণ ও যাতায়াতের সড়কগুলিও সংস্কার না হওয়ার কারণে যান চলাচল ও মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা সুজিত রায় বলেন, “সমস্ত অভিযোগের সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানানো হয়েছে।” বিডিও বাদশা ঘোষাল সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |