সাঁইথিয়ার রেল দুর্ঘটনা থেকে অক্ষরধাম, প্রস্তুতি সারা রানাঘাটে
কোথাও ট্রেন দুর্ঘটনা, কোথাও ভিন দেশের স্থাপত্যর অনুকরণ। আলোর উৎসবে বিভিন্ন ‘থিমে’ এ ভাবেই সেজে উঠেছে নদিয়ার ধানতলার আড়ংঘাটার পুজোমণ্ডপ। এই এলাকায় দুর্গাপুজোয় জাঁকজমক প্রায় হয় না বললেই চলে। কালীপুজোই এখানকার শারদোৎসবের মূল আকর্ষণ। আর তাই দীপাবলির আয়োজনও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
আড়ংঘাটার জনকল্যাণ সঙ্ঘের এ বারের ‘থিম’ সাঁইথিয়ার ট্রেন দুর্ঘটনা। মাটির মডেলে তুলে আনা হয়েছে উদ্ধার কাজ এবং দুর্ঘটনার দৃশ্য। ক্লাবের সদস্য সুজয় দে বলেন, “প্রতি বছরই বিশেষ কোনও বিষয়কে তুলে ধরার চেষ্টা করি আমরা। ট্রেন দুর্ঘটনাকে আরও জীবন্ত করে তুলতে মণ্ডপের মাটির মডেলগুলোকে যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা হবে।” দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে আপনজন ক্লাবের পুজো মণ্ডপ। কাপড় ছাড়াও রয়েছে পাট ও থার্মোকলের কাজ। প্রতিমা তৈরি করা হয়েছে সতীর দেহত্যাগের ঘটনার অনুকরণে। মণ্ডপসজ্জার পাশাপাশি থাকছে নজরকাড়া আলোকসজ্জাও।
উত্তরণ সঙ্ঘের এ বারের মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে। অন্দরসজ্জাও নজরকাড়া। ক্লাবের পক্ষে সুরজিৎ দত্ত বলেন, “এক সময় এই এলাকায় কোনও বড় পুজো হত না। দীপাবলিতেও এলাকা অন্ধকারেই থাকত। গত তিন বছর ধরে আমরা এখানে পুজো করে আসছি।” রজতজয়ন্তী বর্ষে স্থানীয় যুবক সঙ্ঘের ‘থিম’ লখনউ রেল স্টেশন। ১২০ ফুট চওড়া এবং ৪৮ ফুট লম্বা মণ্ডপ দর্শকদের নজর কাড়বে বলে দাবি করলেন ক্লাব সদস্য অলোক বিশ্বাস।
দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে ইউফোরিয়ার পুজো মণ্ডপ। অন্য দিকে চেতলা সঙ্ঘের এবারের আকর্ষণ ৪০ ফুট উচ্চতার প্রতিমা।
আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিশির সেন বলেন, “বারোয়ারি ও সর্বজনীন পুজো মিলিয়ে এখানে মোট ৪৬টি পুজো হয়। তবে শুধু পুজোই নয়। দীপাবলি উপলক্ষে বসে মেলাও। বাইরে থেকেও বহু মানুষ আসেন পুজো দেখতে। কর্মসূত্রে বাইরে থাকেন যাঁরা, পুজো উপলক্ষে ঘরে ফেরেন তাঁরাও। সব মিলিয়ে কালীপুজো আর আলোর উৎসবে মেতে উঠেছে আড়ংঘাটা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.