সব শুনেছেন মুখ্যমন্ত্রী, সমস্যা মেটার আশায় বিডিওরা
প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক নিয়ে এখনও উচ্ছ্বসিত জেলার বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্তারা। আর তাঁদের এই উচ্ছ্বাসের কারণ, খোদ মুখ্যমন্ত্রীকে সামনাসামনি নিজেদের দফতরের প্রয়োজন, সমস্যার কথা জানাতে পারা।
জেলায় উন্নয়নমূল কাজকর্ম সম্পর্কে খোঁজ নিতে এবং সেই সূত্রে বিভিন্ন দফতরের মন্ত্রী, জেলাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিকে নিয়ে গত ১৯ অক্টোবর উত্তর ২৪ পরগনার বারাসতে জেলা সদরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরে রাজ্যের তথা সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নই যে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বৈঠকে সকলকে স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে প্রশাসনিক কি কি সমস্যা হচ্ছে সে ব্যাপারেও বিভিন্ন দফতরের আধিকারিক, বিডিও, এসডিওদের কাছে জানতে চান। উন্নয়ন নিয়ে কোনওরকম বাধাকে যে তিনি পাত্তা দেবেন না তাও জানান মুখ্যমন্ত্রী এবং সেইমতো জেলাপ্রশাসনকেও চলার নির্দেশ দেন। আর এখানেই মুখ্যমন্ত্রীর কাজে অভিনবত্ব খুঁজে পেয়েছেন জেলার প্রশাসনিক কর্তারা। তাঁদের আশা এর ফলে দ্রুত বিভিন্ন সমস্যার সমাধান হবে।
জেলার সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমার একটি ব্লক বাগদা। এখানকার বেশিরভাগ মানুষই দারিদ্রসীমার নীচে বাস করেন। মূলত কৃষিকাজের উপরেই তাঁদের রুটি-রুজি নির্ভর করে। এখানকার মানুষের অন্যতম প্রধান সমস্যা চিকিৎসা পরিষেবা। উপায় বলতে বাগদা ব্লক গ্রামীণ হাসপাতাল। যা নিয়ে এলাকার মানুষের অভিযোগের অন্ত নেই। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাগদার বিডিও খোকনচন্দ্র বালা মুখ্যমন্ত্রীকে হাসপাতালের বেহাল দশার কতা জানান। চিকিৎসকের প্রয়োজনীয়তা থেকে শুরু করে হাসপাতালের জমি জবরদখল হওয়া, সব সমস্যার কথাই মুখ্যমন্ত্রীকে জানান তিনি। মুখ্যমন্ত্রীও সমস্ত শুনে স্বাস্থ্যঅধিকর্তাকে বিষয়টি দেখার নির্দেশ দেন। শীঘ্রই ওই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যায় চিকিৎসক পাঠানোরও প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী কাছে এমন আশ্বাস পেয়ে স্বভাবতই খুশি খোকনবাবু। শুধু স্বাস্থ্যই নয়, বেহাল রাস্তাঘাট সারানোর ব্যাপারেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়েছেন তিনি।
মহকুমার আর একটি ব্লক গাইঘাটা। হাজারো সমস্যা রয়েছে এখানেও। যার অন্যতম প্রধান সারের সমস্যা। চাষিদের বাজার থেকে সরকারি সংস্থাগুলির নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে সার কিনতে হয়। চাষিদের অভিযোগ, চোরাপথে বাংলাদেশে সার পাচার হচ্ছে। যার ফলে স্থানীয় বাজারে সারের দাম বেশি। বিডিও পার্থ ভোমিক মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে বলায় তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবহিত আছেন। পাশাপাশি সীমান্ত দিয়ে প্রতিদিন গরু পাচারের বিষয়টিও মুখ্যমন্ত্রীকে জানান পার্থবাবু। তাঁর ব্লকে যে পাঁচটি বড় বড় বাওড় আছে । সেগুলির মধ্যে দু’টিকে বেছে নিয়ে ট্যুরিস্ট স্পট হিসাবে সেগুলিকে গড়ে তোলার ব্যাপারেও মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন পার্থবাবু। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে গাইঘাটার বিধায়ক ও মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। খাদ্যমন্ত্রী ও দলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিককেও বিষয়টি দেখতে বলেন।
বনগাঁ মহকুমা হাসপাতাল নিয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। বেহাল চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁদের অভিযোগের শেষ নেই। দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে প্রায়ই শ্রমিক সংগঠনগুলির মধ্যে গোলমালের জেরে বাণিজ্য ব্যাহত হয়। এ ছাড়া সীমান্তের বহু জায়গায় কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে অবাধে চলছে পাচার। ওপার থেকে এসে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। সমস্ত সমস্যাই বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানান মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়। এই সব সমস্যা মেটাতে কি করা উচিত সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কিছু নির্দেশও দিয়েছেন বলে জানান মহকুমাশাসক। জেলার সমস্ত সমস্যাই অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনা ও তার সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ---প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রীর এ হেন তৎপরতায় জেলাশাসক থেকে শুরু করে মহকুমাশাসক বিডিওরা সকলেই খুশি। এর ফলে তাঁদের কাজ করতে আরও সুবিধা হবে বলেই তাঁরা মনে করেন। আর ঠিকভাবে কাজ করা গেলে জেলার মানুষ যে আগের চেয়ে আরও বেশি উপকৃত হবেন সে ব্যাপারেও নিশ্চিত জেলা প্রশাসন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন জেলাবাসীও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এমন তৎপরতা নিয়ে পার্থবাবুর বক্তব্য, “জেলার সব বিডিওরাই তাঁদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পেরে খুশি। এমনটা নজিরবিহীন। মুখ্যমন্ত্রীও গুরুত্ব সহকারে সব কথা শুনে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। চার মাস পরে বিভিন্ন দফতর ধরে ধরে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। তিনি যে রকম নির্দেশ দিয়েছেন সে ভাবেই কাজ করব আমরা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.