|
|
|
|
দিঘায় অবৈধ নির্মাণে অভিযুক্ত তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তোলাবাজির পরে দিঘার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। অভিযোগ, পুরাতন দিঘার ব্যারিস্টার কলোনিতে অন্যের রায়তি জমিতে জোর করে দোকানঘর নির্মাণ-কাজ শুরু করেছেন স্থানীয় পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ধীরেন জানা। জমির মালিক মধুছন্দা রাউত গত ২২ অক্টোবর এই নিয়ে দিঘা উপকূল থানায় অভিযোগ দায়ের করেন। কাজ না হওয়ায় সোমবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পালের কাছে লিখিত অভিযোগ জানান মৈত্রাপুর গ্রামের বাসিন্দা মধুছন্দাদেবী। সৌমেনবাবু বলেন, “৪.৫ ডেসিমেলের ওই জমির কাগজপত্র মধুছন্দাদেবীরই নামে। অবিলম্বে বেআইনি নিমার্ণ বন্ধ করার জন্য দিঘা উপকূল থানায় জানিয়েছি।” অন্য দিকে অভিযুক্ত ধীরেনবাবু বলেন, “ওই জমি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। খাস জমিতে দোকানঘর নির্মাণ হচ্ছে।” যদিও এই সংক্রান্ত কোনও কাগজপত্র তাঁর কাছে নেই বলে স্বীকার করে নিয়েছেন তিনি। মধুছন্দাদেবীর স্বামী গিরিশ রাউত দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাস্যোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। মধুছন্দাদেবী বলেন, “ব্যারিস্টার কলোনিতে উচ্ছেদ হওয়া দু’-এক জন দোকানদার সম্প্রতি তাঁদের মালপত্র আমার খালি প্লটে রেখে যাবে বলে। গত শনিবার সকাল থেকেই ধীরেন জানা দলবল আর মিস্ত্রি নিয়ে এসে আমার ওই জায়গায় নির্মাণকাজ শুরু করে দেয়। থানায় অভিযোগ করলে বলা হয় সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত পুলিশ।” সোমবার নিজের জমিতে ১৪৪ ধারা জারির আবেদন জানিয়ে মধুছন্দাদেবী কাঁথি মহকুমাশাসকের আদালতে আপিলও করেছেন। |
|
|
|
|
|