l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই কালাম, বিবৃতি সংবাদমাধ্যমে
• জলশূন্য দিল্লি এখন ‘চাতক’
• সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
বিস্তারিত...
আন্দোলনের কী হবে,আজ জানাবে মোর্চা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি
শ্যামল সেন কমিটির সুপারিশের বিরোধিতায় তাদের পূর্বঘোষিত যে সব আন্দোলন-কর্মসূচি ছিল, সেগুলি প্রত্যাহার করা হবে কি নাআজ, সোমবার জানাবে গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার পাহাড়ে ফিরে মোর্চার প্রচার সচিব তথা কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেন, “সোমবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। তার পরেই সভাপতি বিমল গুরুঙ্গ পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।” শ্যামল সেন কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে গত ১০ জুন বিমল গুরুঙ্গ টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। ২৭ জুন পাহাড়ের চার পুরসভায় (দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক) দলীয় চেয়ারম্যান, কাউন্সিলরদের পদত্যাগ, ২, ৩ এবং ৪ জুলাই পাহাড়, তরাই ও ডুয়ার্সে বন্ধ, ১৭ জুলাই চার বিধায়কের পদত্যাগ এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চুক্তির প্রতিলিপি পোড়ানো হবে বলে জানানো হয় মোর্চার তরফে। পরবর্তী কালে চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে মোর্চা। যদিও শ্যামল সেন কমিটির সুপারিশের বিরোধিতায় যুব মোর্চার রিলে অনশন এ দিনও চলেছে।
বিস্তারিত...
অপরিবর্তিত দাসপুরে ‘উহ্য’ই সূর্যকান্ত, শুভেন্দু
বরুণ দে • মেদিনীপুর
দাসপুরের উপ-নির্বাচন থেকে ‘ঘুরে দাঁড়ানো’র অক্সিজেন পেল না সিপিএম। প্রায় ১৯ হাজার ভোটে হারতে হল দলীয় প্রার্থী, ‘নতুন মুখ’ সমর মুখোপাধ্যায়কে। যদিও প্রাথমিক ভাবে ফলাফল পর্যালোচনা করে দলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের দাবি, এই ফল আশানুরূপ নয় ঠিকই, তবে হতাশাজনকও নয়। সিপিএমের এক জেলা-নেতার বক্তব্য, “তৃণমূলের জয়ের ব্যবধান কমেছে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছিলেন, গত এক বছরে রাজ্য সরকারের কাজকর্ম দেখে মানুষ খুশি। এর ফলে তাঁদের নাকি সমর্থন বাড়বে। উপ-নির্বাচনের ফল কিন্তু সে-কথা বলছে না। বরং তৃণমূল এ বার প্রায় ৩ শতাংশ ভোট কম পেয়েছে।” অন্য দিকে, জেলা তৃণমূল নেতাদের দাবি, ভোটদানের সার্বিক হার কমাতেই সামান্য ভোট কমেছে। বরং ঘুরে দাঁড়াতে গিয়ে সিপিএমের ভোটই আরও ১ শতাংশ নেমেছে।
বিস্তারিত...
বৃষ্টির অভাবে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
বৃষ্টি না হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন হাবরার পাট চাষিরা। ক্ষতির আশঙ্কা আছে ধান এবং সব্জি চাষেও। জেলা কৃষি দফতরের কর্তারা জানান, বৃষ্টি না হলে বড় ক্ষতি হবে। এ বার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন হাবরার বাউগাছি এলাকার চাষি রুহুল আমিন। কিন্তু বৃষ্টির অভাবে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাটচাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন রুহুল। তাঁর কথায়, “পাট চাষ খুব খারাপ অবস্থায় আছে। বৃষ্টির অভাবে পাতা শুকিয়ে যাচ্ছে। গাছ বাড়ছে না। তিন বিঘা চাষ করতে ২৩ হাজার টাকা খরচ হয়েছে। কী হবে বুঝতে পারছি না।” শুধু রুহুল নয়, গোটা উত্তর ২৪ পরগনায় পাট চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন খেতে পাটগাছ মরে যাচ্ছে। পাতা শুকিয়ে যাচ্ছে। রঙ হলুদ হতে শুরু করেছে। পাট বাড়ছে না। চাষিরা জানান, চৈত্রের শেষে পাট লাগানো হয়। শ্রাবণের শেষে পাট কাটার কথা।
বিস্তারিত...
গরমে লোভনীয় নানা আমিষ পদের বাইরে
আপনার রান্নাঘর
-এ ‘নিরামিষ নট আউট’।
স্বাদবদল
-এ আবারও বেশ কিছু ঠান্ডা পানীয়ের সন্ধান। দেশ-বিদেশের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
-এর সঙ্গে মাঝ-মাসে ফের প্রকাশিত হল
আপনাদের চিঠি
।
Content on this page requires a newer version of Adobe Flash Player.
টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে সব নদীর
জল বেড়েছে, জলবন্দি ৫০ হাজার
নিজস্ব প্রতিবেদন
রবিবারও দিনভর একটানা ঝিরঝিরে বৃষ্টিতে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাক, মানসাই, গদাধর-সহ সমস্ত নদীতে জল বেড়েছে। শনিবার রাতে হলুদ সঙ্কেত জারি হয় তিস্তায়। রবিবার সকালে জলঢাকা নদীতেও হলুদ সঙ্কেত জারি হয়েছে। কোচবিহার সদর ও তুফানগঞ্জ মহকুমার প্রায় ১৫টি গ্রামের ৫০ হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের জন্য তুফানগঞ্জে তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রাক বর্ষায় গত কয়েক দিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছিল। আর শনিবার থেকে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সমতলের পাশাপাশি ভুটান পাহাড়েও বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়ির কাছে ফুলবাড়ির পশ্চিম ধনতলা গ্রামের ২৫টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কালজানির জল বাড়ায় আলিপুরদুয়ার শহরের ৯, ১১, ১৮ নম্বর ওয়ার্ডে চর এলাকা থেকে বেশ কিছু পরিবার নদীবাঁধে আশ্রয় নিয়েছেন।
বিস্তারিত...
ভোট মিটতেই ‘আক্রান্ত’ সিপিএম কর্মী-সমর্থকেরা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি চলছিল। কিন্তু পুরভোটের পরে তা বেড়ে গিয়েছে আরও। সম্প্রতি এলাকার এক বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এমনই অভিযোগ দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের উত্তরণ ভ্যাম্বে কলোনির বাসিন্দাদের। ওই কলোনিতে মূলত ঝাড়খণ্ড, বিহার-সহ কয়েকটি রাজ্য থেকে আসা মানুষজনের বাস। দিনমজুরি করেই তাঁদের সংসার চলে। বাসিন্দারা জানান, বেশির ভাগ বাসিন্দাই ৩০-৩৫ বছর ধরে এলাকায় রয়েছেন। সিপিএমের সান্নিধ্য পেয়েছেন সেই সময়। এখনও অনেকেই সিপিএমের সমর্থক। বিধানসভা ভোটে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। অভিযোগ, তার পর থেকেই ওই কলোনির বাসিন্দাদের হুমকি দিতে শুরু করে তৃণমূল। এ বারের পুরভোটে ওই ওয়ার্ড থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী প্রমোদ সরকার।
বিস্তারিত...
বহিষ্কৃতের পরিবারকে ফেরানোয় ক্ষোভের মুখে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল
বহিষ্কৃত এবং ‘ঘরছাড়া’ এক তৃণমূল নেতার পরিবারের লোকজনকে ফেরাতে যাওয়ায় রবিবার হাওড়ার মৌড়িগ্রামে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি অরূপ রায়কে বিক্ষোভ দেখাল ‘দলেরই একাংশ’। পুলিশের উপরে হামলা করার অভিযোগও উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তবে কৃষি বিপণনমন্ত্রী অরূপবাবুর দাবি, “বিক্ষোভ-হামলার পিছনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে জমি বিক্রির একটি চক্র গড়ে উঠেছে। সেই চক্রের লোকজনই বিক্ষোভ দেখান।” স্বপন বসু নামে বহিষ্কৃত ওই নেতার পরিবারের লোকজনের ঘরে ঢোকা আটকাতে তৃণমূলেরই একটি গোষ্ঠীর কর্মী-সমর্থকেরা অরূপবাবুর উপস্থিতিতেই পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। ইটের আঘাতে এক পুলিশকর্মী জখম হন। কয়েক মাস আগে এই স্বপনবাবুকেই ‘তোলাবাজ’ অ্যাখ্যা দিয়ে অরূপবাবু বলেছিলেন, “ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ সুপারকে বলেছি।”
বিস্তারিত...
ভারত-প্রতিনিধি উত্তরের অঙ্কিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
বেহালায় ‘বন্দেমাতরম’ শোনাতে আজারবাইজানের বাকুতে যাচ্ছেন শিলিগুড়ির অঙ্কিতা সাহা। ২৬-৩০ জুন বাকুতে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ কংগ্রেস অ্যান্ড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে ভারত থেকে ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ওই প্রতিনিধি দলে মনোনীত হয়েছেন শিলিগুড়ি কলেজের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অঙ্কিতা সাহা। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বেহালার সুরে ‘বন্দেমাতরম’ শুনিয়েছিলেন তিনি। তার ভিত্তিতেই ভারত সরকারের যুব কল্যাণ দফতরের তরফে তাঁকে মনোনীত করা হয়েছে। তিনি বেহালা বাদক বৃন্দাবনবাবুর মেয়ে। অঙ্কিতাকে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রীরা তো বটেই, অভিনন্দন জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর কুমার দাস। শনিবার অঙ্কিতার হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই। তিনি বলেন, “অঙ্কিতা কলেজের মুখ উজ্জ্বল করেছে। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি বাকুতে প্রতিনিধিত্ব করবে।”
বিস্তারিত...
নামের ‘উৎস’ রক্ষার্থে তোড়জোড় কামাখ্যা গ্রামে
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
গ্রামের নাম কামাখ্যা। গ্রামের এই নামের সঙ্গে আক্ষরিক অর্থে মিল রয়েছে কামাখ্যা দেবীর। বর্তমানে কামাখ্যা মাতা মন্দিরের ভগ্নপ্রায় অবস্থা। তাই গ্রামের মর্যাদা রক্ষায় নামের ‘উৎস’ ওই মন্দির সংস্কারে এগিয়ে এসেছেন গ্রামবাসী থেকে সেবাইত। শুরু হয়েছে গ্রামের অস্তিত্ব রক্ষার কর্মযজ্ঞ। মন্দিরের এই সংস্কারকে ঘিরে কামাখ্যা গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসাহের খামতি নেই। প্রায় চারশো পরিবারের বাস কামাখ্যা গ্রামে। গ্রামের মাঝখানে কামাখ্যা তলা। গ্রাম আগে না মন্দির আগে জানতে সেবাইত দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বললেন, “পূর্ব পুরুষদের মুখ থেকে শুনেছি, বর্তমানে কামাখ্যা তলা আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জমিদারি এলাকার মধ্যে কামাখ্যা মৌজা পড়ত। যেখানে মন্দির হয়েছে, আগে সেখানে বসতি ছিল না।” ময়ূরেশ্বর থানার ভেলিয়ান গ্রামের বাসিন্দা ভোলানাথ ভট্টাচার্য মন্দিরের সেবাইত ছিলেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নাগাড়ে বর্ষণে
পাহাড়ে ধস
বালুরঘাটে প্রাক-বর্ষা
দক্ষিণবঙ্গ
পরিকল্পনায় ত্রুটি,
থমকে আছে কাজ
প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু,
স্ত্রী-মেয়েকে মারধর জনতার
বর্ধমান
লোক আদালতে নিষ্পত্তি
হল ৯৩টি মামলার
স্কুল-ভোট নিয়ে অশান্তি,
প্রহৃত তিন সিপিএম নেতা
পুরুলিয়া
বধূকে ‘পাচারে’র
চেষ্টা, ধৃত তিন
ধরা পড়ল রেণু সরকার
খুনে অভিযুক্ত
মুর্শিদাবাদ
কীর্তন করে ফেরার পথে
দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের
স্কুল পালিয়ে ধরা
পড়ল তিন ছাত্রী
মেদিনীপুর
পরিস্থিতি মোকাবিলায়
আহ্বান দীপকের
তরুণী খুনের নালিশ,
আটক শ্বশুরবাড়ির ৪
কলকাতা
৩১.৭ /২৪.৬
আজকের দিনে
•
১৯৪৬
: ইতালীয় ফুটবল ম্যানেজার ফ্যাবিও কাপেলোর জন্ম। ১৯৭২, ’৭৩ ও ’৭৫ সালে সিরি এ খেতাবজয়ী জুভেন্তাস দলের সদস্য ছিলেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.