|
|
|
|
তরুণী খুনের নালিশ, আটক শ্বশুরবাড়ির ৪ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
এক তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা শহর সংলগ্ন দালিমাবাড়ি গ্রামে। বুল্টি বিবি (২১) নামের ওই বধূর ঝুলন্ত দেহ পুলিশ এসে উদ্ধার করে। ঘটনায় মূল অভিযুক্ত বুল্টির স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক। বুল্টির জা-সহ ৪ জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বছর তিনেক আগে দালিমাবাড়ি গ্রামের বাসিন্দা জামাল খানের সঙ্গে বিয়ে হয় চন্দ্রকোনার মাধবপুরের বাসিন্দা বুল্টির। দিল্লিতে সোনার কাজ করা জামাল খুব কমই বাড়িতে আসত। বুল্টির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের অশান্তি ছিল। দুই পরিবারের মধ্যে এই বিষয়ে আলোচনা হলেও সমাধান করা যায়নি। এ দিন দুপুর ১২টা নাগাদ বুল্টির শ্বশুরবাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে বুল্টির ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই তারা বুল্টির বাপের বাড়িতে খবর দেন। এরই মধ্যে জামাল, তার বাবা আলাউদ্দিন খান, এবং মা জাহানারা বিবি পালিয়ে যান। ঘটনায় উত্তেজিত এলাকার বাসিন্দারা জামালের বাড়িতে ভাঙচুর চালায় এমনকী আগুনও ধরিয়ে দেয়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ বিশাল বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং মেয়েটির দাদু মোমিন মির্জার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। |
|
|
|
|
|