টুকরো খবর |
খুনে গ্রেফতার সিপিএমের দুই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল কর্মী খুনের মামলায় সিপিএমের লোকাল কমিটির সম্পাদক-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন লক্ষ্মী মাহাতো ও ভোলানাথ দাস। লক্ষ্মীবাবু সিপিএমের শালবনি জোনাল কমিটির অন্তর্গত জয়পুর লোকাল কমিটির সম্পাদক। আর ভোলানাথবাবু দলীয় কর্মী। শনিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে দু’জনকেই ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ অবশ্য অভিযুক্তদের ৫ দিনের জন্য হেফাজতে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। পুলিশ জানিয়েছে, ২০১০ সালে শালবনির কাশিজোড়া গ্রামে খুন হন তৃণমূলকর্মী ক্ষীরোদ মাহাতো। অভিযোগ, সিপিএমের লোকজন তাঁকে অপহরণ করে খুন করে। সেই ঘটনাতেই দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল লক্ষ্মী মাহাতো ও ভোলানাথ দাসের।
|
লরি উল্টে গণ্ডগোল মারিশদায় |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
একটি লরি উল্টে যাওয়ার পরে তার চালককে আটক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। শনিবার সকালে মারিশদা থানার ভাঁইটগড়ে ঘটনাটি ঘটে। কাঁথি থেকে মেচেদার দিকে যাওয়ার সময় একটি খালি লরি উল্টে গিয়েছে খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং লরির কাগজপত্র দেখতে চায়। লরির চালক তা দেখাতে না পারলে পুলিশ তাঁকে থানায় যেতে বলে। এই নিয়ে চাপানউতোর চলার সময় আচমকাই স্থানীয় সিপিআই নেতা অসিত জানার নেতৃত্বে কিছু লোকজন এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় তৃণমূল সমর্থকরা আবার পুলিশের কাজে বাধা দেওয়া চলবে না বলে পাল্টা বিক্ষোভ দেখান। পরে অবশ্য লরিচালককে থানায় নিয়ে যায় পুলিশ।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
‘পশ্চিমবঙ্গ কনট্র্যাক্টচুয়্যাল অ্যান্ড গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে ৫ দফা দাবিতে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদাকে স্মারকলিপি দেওয়া হল রবিবার। ঝাড়গ্রামে মন্ত্রীর বাসভবনে গিয়ে নানা সমস্যার কথা জানান সংগঠনের নেতারা।
|
দ্বিতীয় বিয়ে, ধৃত |
স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। ধৃত রাজীব মণ্ডল চকরসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রীকেও পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দু’জনকে কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। |
|