পুলিশের যোগ প্রশিক্ষণ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও এগরা |
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে রবিবার বেলপাহাড়িতে শুরু হল ‘যোগা অ্যাণ্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাম্প’। বেলপাহাড়ি থানা এলাকার পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যোগ-প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন। রবিবার সকালে বেলপাহাড়ি ব্লক প্রশাসনের সভাঘরে এই শিবিরের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ, এসডিপিও সুমিত কুমার, সিআরপি’র ১৬৫ নম্বর ব্যাটালিয়নের কম্যান্ডান্ট আশু শুক্ল, বেলপাহাড়ির বিডিও সর্বোদয় সাহা প্রমুখ। সাতদিনের এই শিবির চলবে আগামী শনিবার পর্যন্ত। |
|
বেলপাহাড়িতে প্রশিক্ষণ। রবিবারের নিজস্ব চিত্র। |
মনসংযোগ বাড়াতে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ নিচ্ছে এগরা থানার পুলিশও। প্রশিক্ষক রামশঙ্কর জানার অধীনে এগরা থানার ২৫ জন পুলিশকর্মী সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই প্রশিক্ষণ নিচ্ছেন। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় ও এগরার সার্কেল ইন্সপেক্টর প্রদীপ সমাদ্দারও যোগ দিয়েছেন এই শিবিরে। তাঁরা জানান, আপাতত পর পর তিন সপ্তাহে শনি ও রবিবার এই প্রশিক্ষণ চলবে। |
|