|
|
|
|
স্কুলছুটদের ফেরাতে উদ্যোগ ভাদুতলায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গত বছর স্কুলছুটের সংখ্যা ছিল ২৭। অভিভাবকদের বুঝিয়ে ১৬ জনকে ফেরানো হয়েছিল। এ বারও স্কুলছুটদের ফেরাতে উদ্যোগী হল ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কর্ণগড়, ডাঙরপাড়া, বালিজুড়ি, বাহার কলাবেড়িয়া, কুতুরিয়া, আবাস থেকে কেরানিচটি মেদিনীপুর সদর ও শালবনি ব্লকের এমনই একাধিক গ্রামে অভিযান চালান শিক্ষক-শিক্ষিকারা। অভিযান শেষ হয় শনিবার। যে সব পড়ুয়া স্কুলে অনিয়মিত তাদের বাড়িতে হাজির হন শিক্ষকেরা। ছেলেমেয়েকে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের বোঝান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী বলেন, “গতবার এ ভাবে অভিযান চালিয়ে ৫০ শতাংশের বেশি স্কুলছুট ছাত্রছাত্রীকে ফেরাতে পেরেছিলাম। এ বার ৪৭ জন স্কুলে অনিয়মিত। যাতে তাদেরও ফেরানো যায়, তাই এই উদ্যোগ।”
ক’দিন আগেই শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা একই পদ্ধতিতে পড়ুয়াদের বাড়ি পৌঁছে অভিভাবকদের বুঝিয়ে স্কুলে ফেরাতে সচেষ্ট হন। ফলও মিলেছিল। এই ধরনের অভিযানে দেখা যাচ্ছে, স্কুলছুটদের বেশিরভাগই আর্থিক কারণে স্কুলে আসে না। এই সংখ্যাটা প্রায় ৪৮ শতাংশ। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্যও প্রায় ৩০ শতাংশ ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। শিশুশ্রমিকের কারণে প্রায় ১৪ শতাংশ ছাত্রছাত্রী স্কুলে অনিয়মিত। শারীরিক অসুস্থতা-সহ অন্য কারণে ৮ শতাংশ ছাত্রছাত্রী অনিয়মিত হয়। সমস্যা সমাধানে এ ভাবে যদি স্কুলগুলি উদ্যোগী হয়, তবে ফল মিলবে বলেই আশা সংশ্লিষ্ট সকলেরই। |
|
|
|
|
|