|
|
|
|
পরিকাঠামো |
উন্নয়নে নানা পরিকল্পনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরে খাদ্য দফতরের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হচ্ছে প্রশাসন। দফতরের নিজস্ব অফিস তৈরি বা সংস্কার এবং গুদাম তৈরির পরিকল্পনা হয়েছে। মেদিনীপুর ও খড়্গপুরএই দুই মহকুমায় মহকুমা খাদ্য নিয়ামকের নিজস্ব অফিস নেই। জেলা খাদ্য নিয়ামকের অফিসও চলে ভাড়া বাড়িতে। তাই এ বার নিজস্ব অফিস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝাড়গ্রামের অফিসের পরিকাঠামো উন্নয়নেও পরিকল্পনা করা হয়েছে। জেলায় খাদ্যশস্য মজুতের মতো গুদামও প্রায় নেই বললেই চলে। মাত্র ২০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুতের ব্যবস্থা রয়েছে। তাই গুদামের ক্ষমতাও বৃদ্ধি করা হবে। খাদ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক রাহুল নাথ বলেন, “অফিস বা গুদাম তৈরির জন্য জমি দেখার কাজ শেষ হয়েছে। সরকারের কাছে তা পাঠিয়ে দেওয়াও হয়েছে।” খাদ্যমন্ত্রীর কয়েক বারের জেলা সফরে পরিকাঠামোগত সমস্যার কথা উঠেছিল। তখনই খাদ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপযুক্ত পদক্ষেপ করা হবে। সেই মতোই প্রথমে ১৩টি ব্লকে দু’টি করে গুদাম তৈরির জন্য জমি দেখতে বলা হয় জেলা প্রশাসনকে। যে গুদামগুলিতে ৩ হাজার মেট্রিক টন করে খাদ্যশস্য রাখা যাবে। এই ১৩টি ব্লকে ২৬টি গুদাম তৈরির জমিও চিহ্নিত হয়েছে বলে দাবি প্রশাসনের। অর্থ বরাদ্দ হলে তবেই অবশ্য কাজ শুরু হবে। ২৬টি গুদামে ৭৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য রাখা যাবে। এর ফলে সরকারি দামে চাষিদের কাছ থেকে আরও বেশি পরিমাণ ধান কেনা যাবে বলেও দাবি প্রশাসনের। অন্য দিকে, জেলা খাদ্য নিয়ামকের পাশাপাশি মেদিনীপুর সদর মহকুমা খাদ্য নিয়ামকের অফিস কালেক্টরেট চত্বরের ভেতরেই করা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। |
|
|
|
|
|