বর্ধমান |
লোক আদালতে নিষ্পত্তি হল ৯৩টি মামলার
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: লোক আদালতে রবিবার নিষ্পত্তি হল ৯৩টি ঝুলে থাকা মামলা। ক্ষতিপূরণ হিসেবে আদায় হয়েছে মোট ৭৭ হাজার ১০০ টাকা। রবিবার বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এ কথা জানান।দীর্ঘ দিন পরে লোক আদালতে নিষ্পত্তির জন্য ৫০০টি মামলা লক্ষ্যমাত্রা হিসেবে ধার্য করা হয়। কিন্তু পুলিশের পক্ষে ততগুলি সমন পাঠানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সমন পাঠানো হয় মোট ১৮২টি। কিন্তু দুর্গাপুর আদালতে আইনজীবীদের
কর্মবিরতির চলায় কাঁকসা এলাকার ১৮টি মামলার নিষ্পত্তি হয়নি। |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ভোট মিটতেই ‘আক্রান্ত’ সিপিএম কর্মী-সমর্থকেরা |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি চলছিল। কিন্তু পুরভোটের পরে তা বেড়ে গিয়েছে আরও। সম্প্রতি এলাকার এক বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এমনই অভিযোগ দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের উত্তরণ ভ্যাম্বে কলোনির বাসিন্দাদের। ওই কলোনিতে মূলত ঝাড়খণ্ড, বিহার-সহ কয়েকটি রাজ্য থেকে আসা মানুষজনের বাস। দিনমজুরি করেই তাঁদের সংসার চলে। বাসিন্দারা জানান, বেশির ভাগ বাসিন্দাই ৩০-৩৫ বছর ধরে এলাকায় রয়েছেন। |
|
স্কুল-ভোট নিয়ে অশান্তি, প্রহৃত তিন সিপিএম নেতা |
নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: স্কুল-ভোটকে কেন্দ্র করে অশান্তি হল বর্ধমানের কাঁকসায়। সিপিএমের অভিযোগ, তাদের দলের এক লোকাল কমিটির সম্পাদক-সহ তিন স্থানীয় নেতাকে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। তৃণমূলের অবশ্য দাবি, ওই নেতাদের ‘আচরণে বিরক্ত’ হয়ে সাধারণ মানুষ তাঁদের উপরে চড়াও হন। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ
হুসেন মির্জা জানান, এলাকায় পুলিশ টহল দিচ্ছে। |
|
|
পরপর ডাকাতি অন্ডালে, বিক্ষোভ |
|
মঙ্গলকোটে যুবককে পিটিয়ে
খুনের অভিযোগে ধৃত দুই |
বেনামে ঘর ভাড়া,
ধৃত অফিসার |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|