লোক আদালতে রবিবার নিষ্পত্তি হল ৯৩টি ঝুলে থাকা মামলা। ক্ষতিপূরণ হিসেবে আদায় হয়েছে মোট ৭৭ হাজার ১০০ টাকা। রবিবার বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এ কথা জানান।
দীর্ঘ দিন পরে লোক আদালতে নিষ্পত্তির জন্য ৫০০টি মামলা লক্ষ্যমাত্রা হিসেবে ধার্য করা হয়। কিন্তু পুলিশের পক্ষে ততগুলি সমন পাঠানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সমন পাঠানো হয় মোট ১৮২টি। কিন্তু দুর্গাপুর আদালতে আইনজীবীদের কর্মবিরতির চলায় কাঁকসা এলাকার ১৮টি মামলার নিষ্পত্তি হয়নি। |
১৬৪ মামলার শুনানি হয় বর্ধমানের দ্বিতীয় ও চতুর্থ অতিরিক্ত অতিরিক্ত জেলা সেশন ও দায়রা আদালতে। যার মধ্যে ৭১টিতে অভিযুক্ত পক্ষের লোকজন গরহাজির বা তাঁদের নিয়ে আসা ক্ষতিপূরণের অর্থ যথাযথ না হওয়ায় সে গুলির নিষ্পত্তি সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে এ দিন সকালে পুলিশ সুপার, জেলা জজ প্রভাতকুমার অধিকারী ও সিজেএম ইয়াসমিন আহমেদের উপস্থিতিতে স্থির হয়েছে, আগামী ১ জুলাই ফের লোক আদালত বসবে। সে দিন আরও বেশি সংখ্যক মামলার নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। |