দু’টি পৃথক ঘটনায় বোমা ফেটে জখম হলেন মোট তিন জন। শনিবার প্রথম ঘটনাটি ঘটেছে ভাতার থানার বিজিপুর গ্রামে। অন্যটি আউশগ্রামের ভোতা গ্রামে। তিন জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কারনো হয়েছে। ভাতারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম হয় বিজিপুর হাইস্কুলের ছাত্র। অন্য দিকে, আউশগ্রামের ভোতা গ্রামে ঘর পরিষ্কার করতে গিয়ে বাড়িতে রাখা বোমা ফেটে জখম হন মা ও ছেলে। পুলিশ জানায়, সংলগ্ন রাজিপুর গ্রামে কিছু দিন আগে ১০০ দিনের কাজ নিয়ে গোলমাল ও বোমাবাজি হয়। পুলিশ গ্রামে গেলে কিছু লোকজন বোমাগুলি বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলে। সে গুলির কোনওটি ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান।
|
জেলা বাস্কেটবল লিগের খেলা শুরু হয়েছে। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে সাই-এ দল ৪৩-১২ পয়েন্টে বার্নপুর আইএসপি স্পোর্টস ক্লাবকে হারানোর পরে ৬৪-২৬ পয়েন্টে হারিয়েছে সিএমএস স্পোর্টস ক্লাবকে। কল্যাণ-এ দল ৮২-৫৯ পয়েন্টে হারিয়েছে সাই-বি দলকে। শিবাজি সঙ্ঘ ৭৯-৪২ পয়েন্টে হারিয়েছে বর্ধমান ক্লাবকে। সাউথ বর্ধমান অ্যাথলেটিক্স ৫০-২৯ পয়েন্টে হারিয়েছে কল্যাণ-বি দলকে। মোট ১২টি দল এই লিগে যোগ দিয়েছে।
|
লোক আদালতে রবিবার নিষ্পত্তি হল ৯৩টি মামলার। ক্ষতিপূরণ হিসেবে আদায় হয়েছে মোট ৭৭ হাজার ১০০ টাকা। রবিবার বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এ কথা জানান। দীর্ঘ দিন পরে লোক আদালতে নিষ্পত্তির জন্য ৫০০টি মামলা লক্ষ্যমাত্রা হিসেবে ধার্য করা হয়। কিন্তু পুলিশের পক্ষে ১৮২টি সমন পাঠানো হয় সম্ভব হয়নি। দুর্গাপুর আদালতে আইনজীবীদের কর্মবিরতির চলায় কাঁকসার ১৮টি মামলার নিষ্পত্তি হয়নি। |