চার দিন ধরে নিখোঁজ রানিগঞ্জের সিহারশোলের বাস্কাট পাড়ার এক মূক ও বধির যুবতী। নাম আশা বাউরি। বাবা বংশী বাউরি জানান, বছর পঁচিশের আশা জন্ম থেকেই মূক ও বধির। ১৩ জুন সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। ১৫ জুন রানিগঞ্জের আমরাসোঁতা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন তিনি। পুলিশ জানায়, সংলগ্ন থানা, রেল পুলিশ এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনি থেকেও দিন কুড়ি আগে নিখোঁজ হয়েছেন এক মহিলা। তাঁর বাবা হীরালাল মন্ডল জানান, মেয়ে সোমা ৩১ মে বিকাল সাড়ে ৩ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফেরেনি সে। খোঁজ খবর নিয়েও কোনও সূত্র না মেলায় পরদিন তিনি নিখোঁজ ডায়েরি করেন। তিনি বলেন, “বাড়িতে সামান্য ঝগড়া হয়েছিল। তাতেই রাগারাগি করে বেরিয়ে যায় সোমা।” পুলিশ জানায়, তল্লাশি চলছে।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দু’দিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হল। মেয়েদের অনুর্ধ্ব ১২, অনুর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৭-এর চ্যাম্পিয়ন হল যথাক্রমে চন্দ্রিমা সালুই, আদ্রিজা বন্দ্যোপাধ্যায় এবং রাত্রি আদক। রাত্রি অনুর্ধ্ব ১৯-এও চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের অনুর্ধ্ব ১২-তে আনিষ আওয়াত, অনুর্ধ্ব ১৪য় শুভম কবিরাজ, অনুর্ধ্ব ১৭য় এবং ১৯-এ চ্যাম্পিয়ন হয়েছে অভিষেক সিংহ। পুরুষ সিঙ্গলসে অভিষেক সিংহ, অনুর্ধ্ব ১৯ ডাবলসে অভিষেক সিংহ ও অনুনয় সরকার এবং পুরুষ ডাবলসে অভিষেক সিংহ ও শ্যামল কুমার চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজক সংস্থার পক্ষে নির্মল সরকার জানান, ১৩ এবং ১৪ জুন আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৭০ টি দল অংশ নিয়েছিল।
|
বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে জমি দখল করে গড়ে তোলা অবৈধ নির্মাণ ভেঙে দিলেন ইস্কো কর্তৃপক্ষ। রবিবার দুপুরের ঘটনা। ইস্কো সূত্রে জানা গিয়েছে, বার্নপুরের সুভাষপল্লী সংলগ্ন এলাকায় ইস্কোর জমি দখল করে বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছিলেন কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইস্কোর নিরাপত্তা আধিকারিকেরা। তাঁদের অভিযোগ, এ দিন ওই অবৈধ নির্মাণকারীরা সদলবলে ইস্কো নিরাপত্তা আধিকারিকদের তাড়া করে ভাগিয়ে দেয়। এরপর হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইস্কোর নিরাপত্তা আধিকারিকেরা ফের ঘটনাস্থলে যান ও অবৈধ নির্মাণ ভেঙে দেন। ঘটনাস্থলে নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে ইস্কো। ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী এই রাষ্ট্রীয় সংস্থার সমস্ত জমি দখল মুক্ত করা হচ্ছে।
|
শহরকে যানজট মুক্ত করতে পুলিশের উদ্যোগে বৈঠক হল জামুড়িয়ায়। শনিবার জামুড়িয়া থানায় আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায়ের পৌরহিত্যে ওই বৈঠকে পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ কর্তা ছাড়াও ছিলেন বণিক সংগঠন এবং বাস-মিনিবাস সংগঠনের প্রতিনিধিরা। ভাস্করবাবু জানান, জামুড়িয়া শহরে থানা মোড়, সিনেমা হল মোড়, পেট্রোল পাম্প এবং জামুড়িয়া বাজারের দুই জায়গায় সিসিটিভি লাগানো হবে। বিধি না মানলে জরিমানা করা হবে।
|
দুটি লরির সংঘর্ষে আহত হয়েছেন এক লরি চালক। দু’টি পা বাদ গিয়েছে তাঁর। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের কাদারোডের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক যানজট চলে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা। দ্বিতীয় লরির চালক পবন কুমার দুটি লরির মাঝে আটকে যান। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁর দুটি পা কেটে বাদ দেন।
|
তদন্ত ঠিক ভাবে না করার অভিযোগে রানিগঞ্জের নিমচা ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করল আসানসোল পুলিশ কমিশনারেট। কমিশনার অজয় নন্দ জানান, একের পর এক কেসের তদন্ত ঠিক ভাবে না করায় ওসি মনোরঞ্জন ধারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
|
দুর্গাপুর
বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে নাট্য প্রতিযোগিতা। বিধান ভবন। সন্ধ্যা সাড়ে ৬ টা। উদ্যোগ: বিধান ভবন।
অন্ডাল
যোগ প্রশিক্ষণ শিবির। কাজোড়া এরিয়া অফিসার্স ক্লাব। ভোর সাড়ে পাঁচটা। |