নাম ভাঁড়িয়ে রেলের ‘রিটায়ারিং রুম’ ভাড়া নেওয়ার অভিযোগে এক আরপিএফ অফিসারকে গ্রেফতার করল রেল পুলিশ। আটক করা হয়েছে তাঁর এক সঙ্গীকেও। আরপিএফ ওই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে।
আসানসোল জিআরপি জানায়, রবিবার সকালে আসানসোল স্টেশনের চার নম্বর প্লাটফর্মের একটি ‘রিটায়ারিং রুম’ থেকে ধরা হয় ওই আরপিএফ অফিসার অবোধ কুমার সিংহ এবং তাঁর এক মহিলা সঙ্গীকে। রিটায়ারিং রুমটি এ কুমার ও শ্রীমতি এ কুমারীর নামে ভাড়া নেওয়া হয়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বাণিজ্য বিভাগের অফিসারেরা এই খবর পাওয়ার পরে তদন্ত শুরু করেন। আসানসোলের ডিসিএম মনোজকুমার তিওয়ারি আসানসোল জিআরপি থানায় একটি অভিযোগও করেন। এর পরেই পুলিশ অভিযান চালায় এবং ওই অফিসারকে গ্রেফতার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রুজু করেছে।
এ দিন সকালে খবর ছড়াতেই আসানসোল স্টেশন চত্বরে উত্তেজনা দেখা যায়। আসানসোল ডিভিশনের আরপিএফের সিনিয়র সিকিউরিটি কমিশনার অমরেশ কুমার বলেন, “এটি ওই অফিসারের ব্যক্তিগত বিষয়। তবে আমরা বিভাগীয় তদন্ত শুরু করছি।”
তবে রেল কর্তাদের একাংশের অভিযোগ, ঠিক মতো নজরদারি না হলে দুষ্কৃতীরাও নাম ভাঁড়িয়ে এ ভাবে ঘর ভাড়া নিয়ে অপরাধমূলক কাজ করতে পারে। রেল সূত্রে খবর, ‘রিটায়ারিং রুম’ ভাড়া নেওয়ার সময়ে রেলের বৈধ সংরক্ষণ টিকিট ও পরিচয়পত্র দেখিয়ে তবেই ঘর ভাড়া পাওয়া যায়। তা হলে এ ক্ষেত্রে নাম ভাঁড়িয়ে ওই আরপিএফ অফিসার কী ভাবে ঘরটি ভাড়া নিলেন? আসানসোলের ডিআরএম জগদানন্দ ঝা জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর করা হবে। |