ভারত-প্রতিনিধি উত্তরের অঙ্কিতা
বেহালায় ‘বন্দেমাতরম’ শোনাতে আজারবাইজানের বাকুতে যাচ্ছেন শিলিগুড়ির অঙ্কিতা সাহা। ২৬-৩০ জুন বাকুতে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ কংগ্রেস অ্যান্ড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে ভারত থেকে ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ওই প্রতিনিধি দলে মনোনীত হয়েছেন শিলিগুড়ি কলেজের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অঙ্কিতা সাহা। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বেহালার সুরে ‘বন্দেমাতরম’ শুনিয়েছিলেন তিনি। তার ভিত্তিতেই ভারত সরকারের যুব কল্যাণ দফতরের তরফে তাঁকে মনোনীত করা হয়েছে। তিনি বেহালা বাদক বৃন্দাবনবাবুর মেয়ে। অঙ্কিতাকে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রীরা তো বটেই, অভিনন্দন জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর কুমার দাস। শনিবার অঙ্কিতার হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই। তিনি বলেন, “অঙ্কিতা কলেজের মুখ উজ্জ্বল করেছে। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি বাকুতে প্রতিনিধিত্ব করবে। আমার খুব খুশি হচ্ছে। পড়াশোনার বাইরে ছাত্রছাত্রীরা নানা দিকে সাফল্য অর্জন করুক তা আমরা বার বার চেয়েছি। যখন দিল্লিতে গিয়েছিল, তখনই ভেবেছিলাম অনেকদূর যাবে। আমি নিশ্চিত আজারবাইজনের মঞ্চের সামনে থাকা শ্রোতারা মুগ্ধ হবেন অঙ্কিতার বেহালার সুরে।” আর অঙ্কিতার দিন-রাত কাটছে এখন বেহালা হাতে। কলেজে গিয়ে ফাঁকা ক্লাস রুমে বসেও সুর তুলছেন বেহালায়। তিনি বলেন, “শ্রোতারা যা শুনতে চাবেন, তাই শোনাবো। তবে বন্দেমাতরম থাকবে। দেশের নাম রাখতে হবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিতা শিলিগুড়ি জাতীয় সেবা প্রকল্পের (এনএনএস) সদস্যা। ২০১১ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় সেবা প্রকল্পের সদস্যা হিসেবে ডাক পান অঙ্কিতা। শুক্রবার শিলিগুড়ি কলেজের শিক্ষিকা তথা জাতীয় সেবা প্রকল্পের একটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত বিদ্যাপতি অগ্রবালের কাছে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রকের তরফে ওই কথা জানানো হয়। তিনি জানান, ওই মঞ্চে ১৬ দেশের সদস্যরা যোগ দেবেন। তাঁরা নিজেদের সংস্কৃতি তুলে ধরবেন। এ ছাড়া ভারত থেকে গুজরাটের দাভাল পরমার, উড়িষ্যার সর্বজিৎ পাল, সৌদামিনি বিলাস, কেরালার কার্তিক দেবানন্দ, মধ্যপ্রদেশের বিকাশ পাণ্ডে, মহারাষ্ট্রের পবন বিনোদ, অসমের জুলি দেবী, উত্তরপ্রদেশের অঙ্কুর ডাং, নিউ দিল্লির প্রকৃতি কারগেতি অনুষ্ঠানে যোগ দেবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.