ডুয়ার্সে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সেচ সচিবের কাছে আর্জি জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। ভাণ্ডারী নদীর ভাঙনে ডুয়ার্সের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা কৃষি জমি তলিয়ে যেতে বসেছে। বিপন্ন হয়ে পড়েছে এলাকার একটি অঙ্গনওয়াড়ি ও শিশু শিক্ষা কেন্দ্র। আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “বর্ষায় ডুয়ার্সের কালজানি, তোর্সা, রায়ডাক, সংকোশ, ভান্ডারী-সহ বিভিন্ন নদীতে জল বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। মাটির বাঁধ ও স্পার নদীতে তলিয়ে যাচ্ছে। জল কমলে মাটি সরে গিয়ে ভাঙন আরও প্রকট আকার নেবে।” আলিপুরদুয়ার-১ বিডিও প্রদীপ্ত ভগত জানান, বালাবাড়ি গ্রামে কালজানি নদীর ভাঙন রোধে জেলাশাসক ১০০ দিনের প্রকল্পে ক্যানা তৈরির নির্দেশ দিয়েছেন। রবিবার সকালেই কাজ শুরু হয়েছে। প্রবল বর্ষায় কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাণ্ডারী নদীর ভাঙনে উত্তর মেন্দাবাড়ি হাটখোলা, পশ্চিম সাতালি-সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্যা চন্দ্রা নার্জিনারি বলেন, “ভাণ্ডারী নদীর ভাঙনে এলাকার কয়েক বিঘা সুপারি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর মেন্দাবাড়ির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ৫০ মিটার দূরে ধারে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।” স্থানীয় যুবক মনোজ মন্ডল জানান, চার মাস আগে তারা জাতীয় সড়কের পাশে হোটেল খোলেন। ভাণ্ডারী নদীর ভাঙনে সেটি তলিয়ে যেতে বসেছে। অবিলম্বে বাঁধ না দিলে রুজি রোজগার বন্ধ হবে।
|
হায়দারপাড়ার অপহৃত কিশোরীকে উদ্ধার করল পুলিশ। রবিবার বীরপাড়া থেকে তাকে উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, গত ১২ মায়ারানী রায় নামে ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মায়া। তাদের ভাড়াতে থাকা এক ব্যক্তি কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। হলদিবাড়িতে গিয়েও অল্পের জন্য হাতছাড়া হয় ওই অভিযুক্ত। এবারে কিশোরী উদ্ধার হলেও অভিযুক্ত পালিয়ে যায়। শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, “অভিযুক্ত সূর্য সরকার ওরফে আলম পাঁচটি বিয়ে করেছে বলে জানা গিয়েছে। এবারে কিশোরীকে ফুঁসলিয়ে অপহরণ করেছে বলে অভিযোগ হয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।”
|
দু’দিন পরেও গাড়ি দুর্ঘটনা তিস্তায় নিখোঁজ হওয়া ৭ জনের খোঁজ পায়নি পুলিশ। রবিবার তিস্তার বিভিন্ন জায়গায় নজরদারি চালায় মল্লি ফাঁড়ির পুলিশ। এদিন তিস্তায় জলের পরিমাণ বেড়ে যাওয়ায় তল্লাশির কাজেও পুলিশকে বিপাকে পড়তে হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে জোরথাং থানার কিতাম থেকে গ্যংটকে যাওয়ার পথে মল্লি ফাঁড়ির মামখোলায় একটি ছোট গাড়ি তিস্তায় পড়ে যায়। গাড়ির ৮ জন যাত্রীর মধ্যে ১ জন উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
|
কবি সুকান্ত হাই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব ক’টি আসনে জয়ী হল বাম মনোভাবাপন্ন শিক্ষা গণতান্ত্রিকরণ সংস্থার প্রার্থীরা। রবিবার শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে ওই স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়।
|
অপহরণের অভিযোগে রবিবার সকালে এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত সমীর কান্তি’র বাড়ি প্রমোদনগরে। ১২ জুন বাগরাকোটের এক কিশোরীকে সে অপহরণ করে বলে অভিযোগ। |