First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

শরৎ এসেছে। রাত জাগতে শুরু করেছে কুমোরপাড়া থেকে পাড়ার নির্মীয়মাণ মণ্ডপ। বোধন থেকে যাত্রামঙ্গল— দিনগুলো কেটে যাবে দুগ্গা বাহিনীর সঙ্গে। হাওয়াবদলে এ বার নানা পুজো-কাহিনি নিয়ে ‘বিদেশে বন্দনা’ ‘জেলায় সেরা’র সঙ্গে ‘ফোটো শপ’-এও মা দুগ্গা। আর দেবীপক্ষ শুরুর আগে ‘আপনার কলমে’ পিতৃপক্ষে জাতির ‘জনক’ মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য।
সেই মেটালার জঙ্গলে গুলিতে হত ২ জওয়ান
বার্থে অচলাবস্থা,তবু ফের জাহাজ ঢোকানোয় বিতর্ক
পণ্য খালাসকারী সংস্থা এবিজি কাজ বন্ধ রেখেছে। তা সত্ত্বেও হলদিয়া বন্দরের দু’নম্বর বার্থে কোকিং কোল বোঝাই একটি জাহাজকে ঢোকানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া বন্দরের দুই এবং আট নম্বর বার্থে জাহাজ থেকে পণ্য খালাস করার কথা এবিজি-র। কিন্তু ওই সংস্থা কাজ বন্ধ রাখায় দু’নম্বর বার্থের জাহাজ থেকে কারা পণ্য নামাবে, তা নিয়ে সব পক্ষই অন্ধকারে। পণ্য খালাস না-হওয়ায় শনিবার রাতে কোকিং কোল বোঝাই একটি জাহাজকে দু’নম্বর বার্থ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থায় অস্ট্রেলিয়া আসা কোকিং কোল বোঝাই অন্য একটি জাহাজকে কোন যুক্তিতে দু’নম্বর বার্থে ঢোকানো হল, জাহাজি মহলে সেই প্রশ্ন উঠেছে। বন্দর সূত্রের খবর, এবিজি শীঘ্রই ফের কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এবং সেই আশাতেই দু’নম্বর বার্থে জাহাজটি ঢোকানো হয়েছে। বার্থে ঢোকার পরে কোনও জাহাজ সেখানে যত বেশি সময় দাঁড়িয়ে থাকবে, তাকে তত বেশি টাকা গুনাগার দিতে হবে।
নেতৃত্বে সঙ্কট কবুল সিটু’র
আন্দোলনের নেতৃত্ব দিতে একটা সময়ে ছাত্র ও যুব ফ্রন্টের ‘যোগ্য’ কর্মীদের শ্রমিক সংগঠনে যুক্ত করার চেষ্টা হয়েছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুরে যে সেই উদ্যোগের ‘সুফল’ মেলেনি, এ বার তা মেনে নিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। রবিবার রাতে শেষ হয়েছে সংগঠনের সপ্তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। সম্মেলনের সম্পাদকীয় প্রতিবেদনে রাখঢাক না-করেই লেখা হয়েছে, ‘জেলায় শিল্প কারখানা বৃদ্ধির পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য যে পরিমাণ দক্ষ যোগ্য কর্মী প্রয়োজন, সে দিকে লক্ষ্য রেখে ছাত্র ও যুব ফ্রন্টের কর্মীদের যুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও হবে। তবে বলা যায় প্রথম প্রচেষ্টা তেমন সাফল্যের মুখ দেখেনি।’ কেন প্রথম প্রচেষ্টা সাফল্যের মুখ দেখল না, তা নিয়েও চর্চা হয়েছে সংগঠনের অন্দরে। একাংশ নেতৃত্বের বক্তব্য, সিপিএমের ‘ক্ষমতাসীন’ গোষ্ঠীর ‘ঘনিষ্ঠ’দের নেতা করা হয়েছে, আর ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠীর ঘনিষ্ঠদের উপেক্ষা করা হয়েছে। এই পক্ষপাতিত্বের কারণেই যোগ্য নেতৃত্ব গড়ে তোলা যায়নি। ‘প্রথম প্রচেষ্টা তেমন সাফল্যের মুখ দেখেনি’ সম্পাদকীয় প্রতিবেদনে এই স্বীকারোক্তিতে নেতৃত্ব বাছাই সঙ্কটের কথাই তুলে ধরা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ডঙ্কা বাজিয়ে শ্রীলঙ্কায় শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২। ক্রিকেটের সেই মহাযুদ্ধের সব কিছুই জানা যাবে আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে। লাইভ স্কোরবোর্ডও। ক্রিকেট জ্বরে কেঁপে উঠতে তাই মাত্র একটা ক্লিক-ই যথেষ্ট...
আজকের ‘‘সুপার এইট’’-এর খেলা...
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
চারজনেরও বেশি যাত্রী নিয়ে অবাধে ছুটছে অটো
গোষ্ঠীদ্বন্দ্ব ভোগাচ্ছে হুগলি জেলা তৃণমূলকে
এ রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূলের আশ্বাস ছিল, ‘দলতন্ত্রমুক্ত’ স্বচ্ছ প্রশাসনের। কিন্তু এখন তৃণমূলের অন্দরেই অভিযোগ, দলের লোকজনও ‘দলতন্ত্রের’ শিকার! হুগলি জেলায় দলের অন্দরে এমন নানা কোন্দল বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসছে। গত শনিবার উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কানাইপুরে সরকারি অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির নাম কার্ডে ছাপানো হয়নি। পর দিন শ্রীরামপুরেও একই ঘটনার ‘শিকার’ দলের স্থানীয় কাউন্সিলর। কানাইপুর পঞ্চায়েত এলাকায় কেএমডিএ-র জল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অনুপ ঘোষাল প্রমুখ। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় সিপিএমের পঞ্চায়েত প্রধানের নাম ছাপানো হয়নি। স্থানীয় শ্রীরামপুর-উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি রেবা কুশারির নামও তাতে ছিল না। অথচ নাম ছিল জাঙ্গিপাড়ার দলীয় বিধায়কের (প্রকল্প এলাকা থেকে বহু দূরে পৃথক সাংসদ এলাকা)।
সে কারণে বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যেও সম্প্রতি ‘দূরত্ব’ তৈরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রায়খার পাশে খাজিগ্রামে ব্লক সভাপতির নেতৃত্বে একটি পথসভা হয়। আনোয়ার হোসেন তাতে যোগ দিয়েছিলেন। ওই সভা নিয়েই তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে বচসা, পরে সংঘর্ষ বাধে। ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে পুলিশ আটক করেছে। রত্নাকর-গোষ্ঠীর অভিযোগ, বিধায়কের অনুগামীরা আনোয়ারকে ওই সভায় যোগ দিতে বারণ করেছিল। তাদের দাবি ছিল, রায়খা থেকে কোনও কর্মী-সমর্থক যেন সভায় না যায়। সোমবার রাতে আনোয়ারের বাড়ির লোকজন বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রত্নাকরবাবুর অভিযোগ, “জাহাঙ্গির হোসেন ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে। জাহাঙ্গির তৃণমূল করত। এখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সে আমাদেরই কর্মীকে খুন করেছে।” সিপিএম অবশ্য তাদের যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জোনাল স্তরের নেতা ফারুক মির্জার দাবি, “এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যিনি খুন হয়েছেন, তিনি রাজনীতির লোক নন।
লোকশিল্পীদের নিয়ে প্রচারে সিপিএম প্রার্থী
শারোদৎসবের আবেগই ভরসা পুজোর বাজারে
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা

কলকাতা
৩৫.১/২৭.০



আজকের দিনে
গাঁধী জয়ন্তী।
আন্তর্জাতিক অহিংস দিবস।
১৯০৪: ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম। ১৯৬৪-তে তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। ভারতের প্রথম ব্যক্তি হিসাবে তিনি মরণোত্তর ‘ভারতরত্ন’ খেতাব পান।

হপ্তা শেষে...
শুক্রবার শনিবার রবিবার
প্রতি মাসের ২১ তারিখ
আজ সারাদিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.