দুর্গাপুজোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে লিগ চ্যাম্পিয়নশিপের কাউন্টডাউনও।
করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১২-১৩ মরসুমের ফুটবল লিগ প্রায় শেষের দিকে। সম্প্রতি শেষ হয়েছে জুনিয়র, সিনিয়র দ্বিতীয় ও তৃতীয় ডিভিসনের খেলা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিনিয়র প্রথম ডিভিসনের সুপার লিগ। সুপার লিগ চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ওইদিনই জানা যাবে কোন দল চ্যাম্পিয়ন হচ্ছে। ৩১ অগস্ট থেকে মোট ৯টি দলকে দুটো গ্রুপে ভাগ করে এই বিভাগের খেলা শুরু হয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে দুটো করে দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ‘এ’ গ্রুপ থেকে কেচুয়াডাঙা ক্লাব ও সেনপাড়া পল্লিশ্রী সংঘ এবং ‘বি’ গ্রুপ থেকে শিশা নেতাজি ক্লাব ও নতিডাঙা তরুণ সংঘ সুপার লিগে উঠেছে।
সিনিয়র প্রথম ডিভিসনের সুপার লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে, এখন সেই নিয়েই চলছে জোর জল্পনা। সংস্থাসূত্রে জানা গিয়েছে, সুপার লিগের সব খেলাগুলোই হবে করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে। কেন? ক্রীড়া সংস্থার এক কর্তার কথায়, ‘‘লিগের অন্য খেলাগুলো চলে বিভিন্ন মাঠে। তবে মরসুমের শেষের দিকের এই খেলা এখন জমে উঠেছে। মাঠে দর্শকের ভিড়ও হচ্ছে। সেই ভিড় ও আবেগটাকে ধরে রাখতেই এই ব্যবস্থা। অনেক সময় খেলা দেখার ইচ্ছে থাকলেও দূরের মাঠগুলোতে অনেকেই যেতে পারেন না। কিন্তু করিমপুরের মাঠে খেলা হলে কমবেশি সকলেরই সুবিধা হয়। সেই কারণেই এমন ব্যবস্থা করা হয়েছে।”
জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যমশেরপুর ক্রিকেট ক্লাব, রানার্স হয়েছে পন্ডিতপুর মিলন সংঘ। সিনিয়র দ্বিতীয় ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঘ, রানার্স হয়েছে ফুনকোতলা বাঙ্কার ক্লাব। সিনিয়র তৃতীয় ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছে ধোড়াদহ সেবা সংঘ, রানার্স হয়েছে দিঘলকান্দি কিশোর সংঘ। |