টুকরো খবর
প্রশ্ন ফাঁস, স্কুল বন্ধ রেজিনগরে
প্রশ্নপত্র ফাঁস ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীদের বিক্ষোভে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া কলোনি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে টানা ২ সপ্তাহ বন্ধ পঠনপাঠন। অভিযোগ, ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক হাসান আলি পরীক্ষার আগেই ইউনিট টেস্টের প্রশ্ন ছাত্রছাত্রীদের দেখিয়ে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানিও অভিযোগ ছিল। এই দুই ঘটনা নিয়ে গত ১৮ সেপ্টেম্বর এই স্কুলের অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখান। ওই ছাত্রীর বাড়ির লোক রেজিনগর থানায় গত ৩০ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। অভিযোগ জমা পড়ে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে। সোমবার সেই অভিযোগ পেয়ে ওই বিদ্যালয়ে জরুরি বৈঠক হয়। সেখানে বেলডাঙা ২ নম্বর ব্লকের বিডিও-র প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বেলডাঙা ২ নম্বর ব্লকের বি ডি ও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “সোমবার স্কুলে একটি বৈঠক হয়। মঙ্গলবার থেকে স্কুল শুরু হবে, সমস্যা মিটে যাবে।” ওই স্কুলের অচলাবস্থা সম্পর্কে সিপিএমের আন্দুলবেড়িয়া লোকাল কমিটির সম্পাদক বদরুদ্দিন বলেন, “ওই শিক্ষক প্রশ্নফাঁস ও শ্লীলতাহানির কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।” এ ব্যাপারে হাসান আলি বলেন, “স্কুল-ছুট ছেলেদের নিয়েই স্কুল চলে। তাদের ভাল করে বোঝাতেই ক্লাসে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তবে প্রশ্ন দেখানোর কথা ভিত্তিহীন। শ্লীলতাহানির অভিযোগও বানানো। পুলিশ তদন্ত করলেই সব সত্য বেরিয়ে যাবে।”

সায়ন একইরকম
উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছেলে সায়ন বিশ্বাসের শারীরিক অবস্থা একই রকম। শনিবার রাতে নিজের বাড়িতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন সায়ন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর ৮০ শতাংশঅ পুড়ে গিয়েছে। ছেলের গায়ে আগুন নেভাতে গিয়ে পুড়ে গিয়েছেন মন্ত্রীও। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, সায়নের চিকিৎসার জন্য ১২ জন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। উজ্জ্বলবাবুরও চিকিৎসা চলছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটায়
পথ দুর্ঘটনায় মৃত্যু হল হরিণঘাটা বিডিও অফিসের এক কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ ইসমাইল মল্লিক (৬০)। বাড়ি হরিণঘাটার বিরোহী বাহির সোনাখালি গ্রামে। তিনি গভীর নলকূপ বিভাগের কর্মী ছিলেন। ওই ঘটনায় বিডিও অফিসের আর এক কর্মী তপন দে গুরুতর জখম হয়েছেন। তাঁকে প্রথমে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

পরিচয়পত্রে সাফল্য নদিয়ায়
একশো শতাংশে ভোটারেরই সচিত্র পরিচয়পত্র হয়ে গেল নদিয়ায়। শুধু তাই নয়, একশো শতাংশ ভোটারেরই নাম ছবি-সহ নাম ভোটার তালিকায় রাখা সম্ভব হয়েছে বলে জানান জেলাশাসক অভিনব চন্দ্রা। জেলায় মোট ভোটার ১৭৪২৪২৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ১৬২১৮৮১ জন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এ বছর ৫ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা থেকে মহিলা ভোটারের সংখ্যা কিছুটা কমেছে। জেলাশাসক জানান, মহিলা ও ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রচার অভিযান চালানো হচ্ছে।

প্রতারণার নালিশ
এক বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অজ্ঞাতসারে লক্ষাধিক টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট গ্রাহক পুলিশের কাছে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যাঙ্কের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনায় মৃত্যু
যাত্রী বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। নাম সজল দে (৪২)। বাড়ি নাকাশিপাড়ার কাঁঠালবেড়িয়ায়। রবিবার রাতে নাগাদির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। কলকাতাগামী একটি যাত্রী বোঝাই গাড়ি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনাক্ত হল না
লালগোলার আমবাগানে উদ্ধার হওয়া কিশোরীর মৃতদেহ শনাক্ত হলনা সোমবারও। রবিবার সকালে লালগোলার যশোইতলা পঞ্চায়েতের ফতেপুর গ্রামের একটি আমবাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক কিশোরীর দেহটি ঝুলতে দেখা যায়। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “এখন পর্যন্ত ওই কিশোরীর মৃতদেহ শনাক্ত হয়নি। ধর্ষণেরও কোনও প্রমাণ ময়নাতদন্তে পাওয়া যায়নি।”

স্কুল নির্বাচন
নদিয়ার গাংনাপুরের আঁইশমালী ইউনাইটেড একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। গত বার এই একাডেমিতে তৃণমূল ক্ষমতায় ছিল। অন্য দিকে উজির পুকুরিয়া হাই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনই লাভ করেছে তৃণমূল। গতবছর এই স্কুলে কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.