খেলার খবর
ফের ফুটবল জ্বর ডোমকলে
বৃষ্টি নামুক আর নাই নামুক, ডোমকল কিন্তু ডুবে রয়েছে ফুটবলেই।
তাই লিগের খেলা শেষ হতেই নক আউট ফুটবল প্রতিযোগিতা নিয়ে মেতে উঠল ডোমকল। লিগের খেলা শেষ হওয়ার পর পরই গোটা মহকুমার আনাচে কানাচে এখন নক আউট ফুটবলেরই রমরমা।
ডোমকলে ফুটবল নিয়ে উন্মাদনার কথা বলাই বাহুল্য, তবে এই মরসুমের ফুটবল নিয়ে পাগলামো যেন অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে গিয়েছে। লিগের প্রতিটি খেলায় মাঠে যে ভাবে দর্শকের ভিড় ছিল, তা দেখে চোখ কপালে উঠে গিয়েছিল খোদ উদ্যোক্তাদেরই। এদিকে লিগের খেলা শেষ হয়েছে ঠিকই, তবে নক আউটের খেলা দেখতে যে ভাবে মাঠগুলো কানায় কানায় ভরে উঠছে, তা দেখে কে বলবে যে লিগ শেষ হয়ে গিয়েছে! রবিবার থেকে বসন্তপুর এডুকেশন সোসাইটির উদ্যোগে মহকুমার আটটি দল নিয়ে শুরু হয়েছিল নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিদিন বসন্তপুর মাঠে হাজার হাজার দর্শক ভিড় করেছেন খেলা দেখতে। নক আউট প্রতিযোগিতা হওয়ায় বিভিন্ন দল নিজেদের সেরা খেলাটা দিতে ভিন জেলা থেকেও নামকরা ফুটবলার নিয়ে এসেছিল। রবিবার ফাইনালে কুশাবাড়িয়া ক্লাব ১-০ গোলে কাতলামারি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বেশ কিছু দল সেমি ফাইনাল ও ফাইনালে নাইজেরিয়ানদের খেলানোর পরিকল্পনাও নিয়েছে।
অন্য দিকে জলঙ্গির ঘোষপাড়ায় প্রয়াত কংগ্রেস নেতা সামসুজ্জোহার স্মৃতিতে শুরু হয়েছে নক আউট ফুটবল প্রতিযোগিতা। এলাকার কংগ্রেস নেতা আব্দুর রাজ্জাক বলেন, ‘‘বছরভর তো রাজনীতি নিয়েই থাকতে হয়। রাজনৈতিক ময়দানে এক হাজার লোক জড়ো করতেই ঘাম ছুটে যায়। কিন্তু ফুটবল ময়দানে স্বেচ্ছায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাচ্ছেন, ফুটবলের মহিমা এতদিনে বুঝলাম।”
এ ছাড়াও জলঙ্গি, ডোমকলের পাশাপাশি ইসলামপুর বাইশ ভাই ও সমন্বয় অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে নক আউট ফুটবল। ডোমকল মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাস বলেন, “চলতি মরসুমে লিগ শেষ হতে না হতেই বিভিন্ন গ্রামে শুরু হচ্ছে নক আউট ফুটবল। লিগে বহিরাগত ফুটবলারদের অনুমোদন না থাকায় খুব উন্নত মানের ফুটবল খেলা দেখতে পান না দর্শক। এই নক আউট ফুটবল সেই ঘাটতি পূরণ করে দিচ্ছে।”
ধীমানবাবুর কথায়, “এখানকার দর্শকরা বিদেশি খেলোয়াড়দের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। এই বিষয়টি মাথায় রেখে বেশ কিছু উদ্যোক্তারা নাইজেরিয়ান ফুটবলার নিয়ে আসার চেষ্টাও চালাচ্ছেন। ডোমকলের মাঠে তাঁরা খেলতে এলে খেলা রীতিমত মেলার চেহারা নিয়ে নেবে।” ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারী স্পষ্ট জানাচ্ছেন, “ডোমকলের ফুটবল নিয়ে উন্মাদনার কথা শুনেছিলাম, এখন তা নিজে চোখেই দেখতে পাচ্ছি। মুষলধারে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এখানে ফুটবল খেলা দেখেন। নিজে চোখে না দেখলে এটা সত্যিই বিশ্বাস করা কঠিন। না হলে লিগের শেষেও খেলার মাঠে এত ভিড় হয়!’’
আসলে ডোমকলের ফুটবলে যে শেষ বলে কিছু নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.