উত্সবের শুরু
কলকাতা এখনও কতটা কলকাতা? কলকাতা এখনও কতটা হাসায় তার নাগরিকদের? নাকি কাঁদায়? ভাবায়? দূরে ঠেলে দিয়েও কাছে টেনে নেয়?
তারকাদের চোখে কেমন তাঁদের ধাত্রীগৃহ? শহর ছেড়ে দূরের দেশে বসতি-গড়া একদা কলকাতা-নাগরিকরা ফিরে ফিরে কী দেখেন? এই শহর কি সত্যিই জানে সকলের ‘প্রথম সবকিছু’?
৩০০ বছরেরও বেশি এক বৃদ্ধা কলকাতার আনাচে-কানাচে এখনও ছড়িয়ে অজস্র ইমারত। কোনওটির গায়ে কালের ক্ষত। কোনওটি অতীতের মুহূর্তের মিনার।
কলকাতা মানে এখনও গঙ্গার ঘাট। কিন্তু সেই ঘাটে এখন সৌন্দর্যের গয়না। যে ঘাটের অদূরে প্রাচীন নদীতে ভেসে যায় নাম না-জানা নৌকো। তার দিকে তাকিয়ে থাকে ঝকঝকে যুগল থেকে দিন-আনা দিন-খাওয়া ভবঘুরে। আর সেই নদী তাকায় তার উপরের হাওড়া ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর দিকে।
ফেসবুক-টুইটার-ইন্টারনেটে সেই কলকাতাই আবার দ্রুতপায়ে এগোয় ভবিষ্যতের দিকে। তার পরণে শহুরে ডেনিম আর ট্যাঙ্ক-টপ। তার গন্তব্য কফি-হাউসের আড্ডা পেরিয়ে সিসিডি-বারিস্তা-পাঁচতারার কফিশপে। সে স্বপ্ন দেখে প্রথমে হ্যাচ-ব্যাক। তার পর কালক্রমে সেডানে সওয়ার হওয়ার।
কলকাতা এখনও কতটা কলকাতা?
জানুন, পড়ুন আনন্দবাজারের ইন্টারনেটে ‘কলeকাতা’। |