টুকরো খবর |
‘মূল্যবোধ’-এর প্রসারে কর্মসূচি হরিপালে
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
|
—নিজস্ব চিত্র। |
স্বামী বিবেকানন্দের ভাবধারায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ‘মূল্যবোধ প্রসার’-এর লক্ষে কর্মসূচি পালিত হল হরিপালের জামাইবাটি উচ্চ বিদালয়ে। বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর অভিভাবকদের নিয়ে সারাদিনের ওই কর্মসূচি নেওয়া হয় বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন ও মঠের উদ্যোগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ সিংহ জানান, অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ‘অভিভাবক ও শিক্ষক সমাজের দায়িত্ব ও কর্তব্য’ সম্পর্কে আলোচনা করেন বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ। তিনি বলেন, “সমাজ থেকে আমরা যা গ্রহণ করছি, তার থেকে বেশি যেন সমাজকে দিতে পারি, এই মনোভাব গড়ে তুলতে হবে।” শিক্ষাবিদ ব্রজকিশোর ঘোষ, অধ্যাপক অমিয় বিশ্বাস, চিকিৎসক চন্দ্রকান্ত ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় মূল্যবোধকে প্রসারিত করার জন্য হাতে-কলমে প্রতিদিন কিছু ‘ভাল কাজ’ করার আহ্বান জানান। অভিভাবকরাও আলোচনায় অংশ নেন। আলোচনায় তাঁরা যে খুবই উপকৃত, তা-ও উল্লেখ করেন। জামাইবাটি উচ্চ বিদ্যালয়ে গত অগস্ট মাস থেকে শুরু হয়েছে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ-সংক্রান্ত এক বছরের পাঠ্যক্রম। এই ক্ষেত্রে সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ করছে বেলুড় মঠ। অভিভাবকদের নিয়েও ধারাবাহিক ভাবে মূল্যবোধ সংক্রান্ত আলোচনা সভা চলবে বলে সন্দীপবাবু জানিয়েছেন। |
বামেদের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
|
ছবিটি তুলেছেন তাপস ঘোষ। |
তৃণমূলের ‘সন্ত্রাস’ এবং পুলিশি ‘নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে সোমবার জেলাশাসক মনমীত নন্দার হাতে স্মারকলিপি দিল হুগলি জেলা বামফ্রন্ট। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী, সাংসদ শক্তিমোহন মালিক, প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক নৃপেন চট্টোপাধ্যায়, সিপিআইয়ের জেলা সম্পাদক প্রিয়রঞ্জন পাল প্রমুখ। তাঁদের অভিযোগ, তৃণমূলের ‘অত্যাচারে’ আরামবাগ মহকুমায় বারোশোরও বেশি বামফ্রন্ট কর্মী ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে প্রশাসনের কাছে কাছে আর্জি জানানো হয়। শুধু আরামবাগ মহকুমাই নয় তারকেশ্বর, হরিপাল, ধনেখালিতেও বামপন্থীদের বিরুদ্ধে তৃণমূল ‘হামলা’ চালাচ্ছে। অথচ পুলিশের ভূমিকা ‘পক্ষপাতদুষ্ট’। সুদর্শনবাবু বলেন, “আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অথচ তাঁদের হাসপাতালে বা থানায় যেতে দেওয়া হচ্ছে না। আবার থানায় পৌঁছনো গেলেও পুলিশ থাকছে নির্বিকার।” সিপিএম নেতৃত্বের দাবি, জেলাশাসক তাঁদের অভিযোগগুলি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। |
‘ছেলেধরা’, গুজবে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
‘ছেলেধরা’ বেড়িয়েছে বলে ‘গুজব’ ছড়াল আরামবাগ মহকুমায়। এ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন গুজব না ছড়ানোর জন্য আবেদনও রেখেছেন। পুলিশ জানিয়েছে, সপ্তাহ দু’য়েক ধরে এই গুজব চলছে। বৃহস্পতিবার দুপুরে কামারহাট স্কুল-সংলগ্ন এলাকায় পরিত্যক্ত প্লাস্টিক কুড়োতে আসা দুই তরুণকে ছেলেধরা সন্দেহে ব্যাপক মারধর করে স্থানীয় মানুষ। কয়েক দিন আগেই আরামবাগ গ্রামের এক বছর চোদ্দোর কিশোর বাড়িতে না জানিয়ে বাসে হাওড়া পালিয়ে যায়। সেখানে ভিড়ে হারিয়ে গিয়ে নিজেই বাড়িতে ফোন করে বলে তাকে অপহরণ করা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তারও কয়েক দিন আগে খানাকুলের এক তরুণ অভিযোগ করেছিল তাঁকে অপহরণ করা হয়েছে। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পারে সে তারকেশ্বরের চাঁপাডাঙার এক পতিতালয়ে রাত কাটিয়েছিল। তাকে কেউ অপহরণ করেনি। আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “ছেলেধরা বা অপহরণের গুজব না ছড়ানোর জন্য সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে। বিভিন্ন ক্লাব, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে এ নিয়ে সাহায্য চাওয়া হচ্ছে।” |
‘ইউথ কোর’-এর বর্ষপূর্তি অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
ভদ্রকালী ইউথ কোরের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে আগামী এক বছর ধরে। প্রারম্ভিক অনুষ্ঠান হল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। ট্যাবলো-সহকারে শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ছিল রণ-পা, পালকি, ঘোড়ার গাড়ি। প্রাকশারদীয়ায় ঢাকের বোল আর সাঁওতালি নৃত্য ছিল শহরবাসীর উপরি পাওনা। সম্প্রতি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। উদ্যোক্তারা জানান, তিনশোরও বেশি মানুষ এসেছিলেন। ৯০ জনের চোখে নিখরচায় মাইক্রো-সার্জারি করা হয়। বিনামূল্যে চশমা দেওয়া হয়। অতিথি ছিলেন এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায়, উত্তরপাড়ার আইসি প্রিয়ব্রত বক্সি, পুরপ্রধান অদিতি কুণ্ডু প্রমুখ। |
দুর্ঘটনা রুখতে কর্মসূচি আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আরামবাগ শহর-সহ মহকুমা জুড়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এখন থেকে ব্যস্ততম জায়গাতে ট্র্যাফিক পুলিশ তো থাকছেই, গাড়ির গতি নিয়েও বাস মালিক সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “দুর্ঘটনা এড়াতে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। খুব শীঘ্রই মোটর ভেহিকেলস, আরামবাগ পুরসভা কর্তৃপক্ষ এবং বাস ও লরি সংগঠনগুলির সঙ্গে কথা বলা হবে।” শহরে দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন রাস্তায় প্রহরী রাখা হয়েছে। বর্তমানে তাঁরা শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করছেন বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল কচ। |
মোবাইলে বার্তা |
এ বার থেকে পুরকর বাকি থাকলে নাগরিকদের মোবাইলে বার্তা পাঠাবে শ্রীরামপুর পুরসভা। কেউ বকেয়া করের পরিমাণ জানতে পুরসভায় খোঁজ নিলেও একই ভাবে তাঁকে তা জানিয়ে দেওয়া হবে। কর জমা দিলে ‘ধন্যবাদ’-বার্তা পাঠানো হবে। সোমবার ই-গভর্ন্যান্সের মাধ্যমে চালু হওয়া এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা পুরকর্মী অমিতাভ দে জানান, এক বছরের (৪ কোয়ার্টার) কর বাকি থাকলেই নাগরিকের মোবাইলে বার্তা পাঠানো হবে। |
শিক্ষক দিবস |
সম্প্রতি শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়। প্রাক্তন পুরপ্রধান কেষ্ট মুখোপাধ্যায়ের অষ্টম মৃত্যুদিবস উপলক্ষেও কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ করা হয়। শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। |
|