চারটি স্কুলে ভোটে জিতল বামেরা
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
রবিবার উত্তর ২৪ পরগনার হাবরা ও অশোকনগরের তিনটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ক্ষমতা ধরে রাখল বামেরা। হাবরার গণদীপায়ন লালবাহাদুর স্মৃতি বিদ্যাপীঠ, বাণীপুর বাণী নিকেতন হাইস্কুল এবং অশোকনগরের বাণীপীঠ বালিকা বিদ্যালয়ের ওই নির্বাচনে ৬টি আসনেই জিতে যান বাম প্রার্থীরা। অশোকনগরের স্কুলে বহু বছর বাদে ভোট হল। এখানে মনোনয়নপত্র তুললেও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়নি কংগ্রেস। এর কারণ হিসেবে কংগ্রেস নেতা প্রবীর মজুমদার বলেন, “তৃণমূল বুঝুক, একা লড়াই করলে কেমন ফল হয়। সেই কারণেই আমরা নির্বাচনে সামিল হইনি।” অন্যদিকে নদিয়ার গাংনাপুরের আঁইশমালী ইউনাইটেড একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। গত বার এই একাডেমিতে তৃণমূল ক্ষমতায় ছিল। অন্য দিকে উজির পুকুরিয়া হাই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনই লাভ করেছে তৃণমূল। গতবছর এই স্কুলে কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় ছিল। |
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাসন্তীর মুরাখালি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম আমির হাসান মোল্লা(২২)। রবিবার বিকালে মুরাখালির বিদ্যা নদীর পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের ভাই সাবির আলি মোল্লা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই গ্রামেরই এক কিশোরীর সঙ্গে আমিরের প্রেমের সর্ম্পক ছিল। ওই কিশোরীর পরিবার থেকে আমিরকে এখনই বিয়ের জন্য জোর করা হয়। আমিরের ভাই সাবির আলি মোল্লার অভিযোগ, “দাদা রাজি না হওয়ায় ওরা দাদাকে খুন করেছে।” পুলিশ জানায়, ওই কিশোরী ও তাঁর মা জানিয়েছেন, আমিরের পরিবার এই সর্ম্পক মেনে না নেওয়ায় মানসিক অবসাদেই সে আত্মহত্যা করেছে। |
ইছামতী থেকে দেহ উদ্ধার যুবকের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ শহরের গাঁধীপল্লি এলাকার এক ব্যক্তির দেহ মিলল ইছামতী নদী থেকে। সোমবার দুপুরে শ্যামল ভট্টাচার্য (৪০) নামে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেতু থেকে নদীতে ঝাঁপ দেন শ্যামলবাবু। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে শ্যামলবাবুর বন্ধুরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। |
গাঁজা সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গাঁজা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পুলিশ মহসিন মোল্লা ও পুঁটে গাজিকে বসিরহাট স্টেশন থেকে গ্রেফতার করে। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। |
গরু আটক, ধৃত ৬ পাচারকারী
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
ট্রাকে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৩৭টি গরু আটক করল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৬ পাচারকারীকে। রবিবার রাতভর তল্লাশি চালিয়ে গাইঘাটা থানার পুলিশ যশোহর রোড থেকে ৭টি ট্রাক আটক করে। ওই ট্রাকেই ছিল গরুগুলি। |
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
গোসাবার সাতজেলিয়ার যোগ্গেশ্বর বিদ্যানিকেতনের পরিচালন সমিতির নির্বাচনে রবিবার জয়ী হল তৃণমূল। |
এক তৃণমূলকর্মী ও তাঁর বাবা-মাকে খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী রবিবার বারাসতে গ্রেফতার হল। ধৃত মণীন্দ্রনাথ ঢালি ও সমীর মণ্ডলের কাছে মিলেছে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ জানায়, এই ঘটনায় মোট ৬ জন ধরা পড়ল। গত ১১ এপ্রিল খুন হন তৃণমূলকর্মী বিনয় বিশ্বাস, তাঁর বাবা ও মা। |
দু’হাজার লিটার নকল মদ আটক হল। রবিবার, সুভাষগ্রামের নকল মদ তৈরির কারখানায়। পুলিশ জানায়, মালিক পলাতক। এক কর্মী ধরা পড়ে। |
সোমবার সকালে বাদুড়িয়ার পান্তাপাড়ায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও এক। মৃত ব্যক্তির নাম সাত্তার গাজি(৫৫)। |