নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খসড়া ভোটার তালিকা প্রকাশ হল সোমবার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এ দিনই সেই তালিকা দেওয়া হয়েছে। জেলা কালেক্টরেটের সভাঘরে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক রজতকুমার সাইনি, ওসি ইলেকশন পার্থ চক্রবর্তী প্রমুখ। বেশ কিছু স্কুল পড়ুয়াও আমন্ত্রিত হয়েছিল। জেলাশাসক বলেন, “খসড়া তালিকা নিয়ে কারও কোনও বক্তব্য থাকলে জানানো যাবে। ২০১৩ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ হবে, তাঁরা যাতে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানান, তাতে বেশি জোর দেওয়া হচ্ছে।”
জেলা প্রশাসন জানিয়েছে, ১ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত আবেদন বা আপত্তি নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে জানানো যাবে। পরে তা খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০১৩ সালের ২ জানুয়ারি। |
সোমবারের সভায় কংগ্রেস, সিপিএম, সিপিআই, বিজেপি ও বিএসপি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ‘শাসক’ তৃণমূলের কেউ আসেননি। উপস্থিত প্রতিনিধিরা জেলাশাসককে জানান, পুজোর সময় যেন ভোটার তালিকার কাজ না হয়। আগে যে সময়সূচি জানানো হয়েছিল, সেই মতো পুজোর সময় কাজ বন্ধ থাকার কথা। কিন্তু নতুন সময়সূচি অনুযায়ী ১ থেকে ৩১ অক্টোবর, একটানা এই কাজ চলবে। জেলাশাসক অবশ্য বলেন, “আপনাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানাব।” খসড়া তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে এখন ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ৬৩ হাজার ৭৬। পুরুষ ১৯ লক্ষ ৪৫ হাজার ৭১১, মহিলা ১৮ লক্ষ ১৭ হাজার ৩৬৫। সচিত্র পরিচয়পত্র রয়েছে ৯৯.৮৫ শতাংশ ভোটারের কাছে। একমাত্র ডেবরা বিধানসভা এলাকায় সকল ভোটারের কাছেই সচিত্র পরিচয়পত্র রয়েছে। সবার কাছেই যাতে সচিত্র পরিচয়পত্র থাকে, তার চেষ্টা হচ্ছে। জেলাশাসক বলেন, “আমরা স্কুল-কলেজেও নির্বাচন কমিশনের নির্দেশ পাঠাচ্ছি। যাতে যাঁদের বয়স ১৮ হতে যাচ্ছে, বা হয়েছে, তাঁদের সকলে যাতে নির্দিষ্ট দিনের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারেন।” এ দিন স্কুল ছাত্রদের বক্তব্য শোনেন জেলাশাসক। দীপাঞ্জন বারিক নামে এক ছাত্রের প্রশ্ন ছিল, “তালিকায় নাম তুলতে আবেদন কোথায় জানাব? ডিসেম্বরে আমার বয়স ১৮ হবে।” জেলাশাসক বলেন, “তোমার পরিবারের সদস্যরা যে কেন্দ্রে ভোট দেন, সেখানে গিয়েই আবেদন জানানো যাবে।” |