টুকরো খবর
খড়্গপুরে বোর্ড মিটিং কবে, সিদ্ধান্ত কাল
জেলাশাসক সুরেন্দ্র গুপ্তের সঙ্গে দেখা করতে সোমবার মেদিনীপুরে এসেছিলেন খড়্গপুরের পুরপ্রধান উপ-পুরপ্রধান তুষার চৌধুরী। সঙ্গে পুরসভার এক্সিকিউটিভ অফিসার (ই ও) বাসুদেব পাল। জেলাশাসকের সঙ্গে দেখা হয়নি। কথা হয় তাঁর দফতরের আধিকারিকদের সঙ্গে। পরে উপপুরপ্রধান জানান, আদালতের নির্দেশ মেনে কাল, বুধবার বোর্ড মিটিংয়ের দিন চূড়ান্ত হবে। পুরসভা সূত্রে খবর, এই বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান নির্বাচন হবে। এ ক্ষেত্রেও যদি কংগ্রেসের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর সমর্থন করেন, তাহলে খড়্গপুরের পুরবোর্ড হাতছাড়া হবে তৃণমূলের। সে ক্ষেত্রে দু’বছর পর ফের বোর্ডের দখল নেবে কংগ্রেস। কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে গত ২৭ অগস্ট বোর্ড মিটিং হয়েছিল, যা নিয়েই যাবতীয় জটিলতা। কংগ্রেসের দাবি ছিল, বৈধ ভাবেই মিটিং হয়েছে। অনাস্থায় হেরে গিয়েছেন পুরপ্রধান জহরলাল পাল। তৃণমূলের বক্তব্য ছিল, মিটিংটি অবৈধ। কী করণীয় জানতে পুর-দফতরে যোগাযোগ করেন পুর-কর্তৃপক্ষ। ৫ সেপ্টেম্বর পুর-দফতর থেকে নির্দেশিকা আসে। জানানো হয়, অনাস্থা সংক্রান্ত বৈঠকের বিষয়টি লিগাল সেলের বিবেচনাধীন। যতক্ষণ না সেল মতামত দিচ্ছে, ততক্ষণ জহরলাল পাল পুরপ্রধানের কাজ চালাবেন। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস। পুরসভার ওই বোর্ড মিটিংকে কেন্দ্র করে রাজ্যের পুর-দফতরের নির্দেশিকার উপর ২৪ সেপ্টেম্বর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানায়, পুরপ্রধান নন, পুর-আইন অনুযায়ী পরবর্তী পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত কাজ চালাবেন উপপুরপ্রধান। আদালতের নির্দেশ মেনে এক সপ্তাহের মধ্যে পুরপ্রধান নির্বাচনের দিন ঘোষণার দাবিও তোলে কংগ্রেস। পুরসভা সূত্রে খবর, সোমবারই পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তুষারবাবু। সেই জন্যই তিনি জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

স্কুলে বিক্ষোভ
মিড ডে মিলের রান্নাঘর তৈরির জন্য বরাদ্দ টাকা তছরুপ করেছেন, এই অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন একাংশ গ্রামবাসী। সোমবার দুপুরে খড়্গপুর লোকাল থানার ভেটিয়ার ঘটনা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও ঘেরাও করে বিক্ষোভ চলে। পরে পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পোড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাঘর তৈরির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। তবে কাজ হয়নি। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষক সন্তোষ মুখোপাধ্যায় ও পঞ্চায়েত প্রধান মদন হাঁসদা বরাদ্দ টাকা তছরুপ করেছেন। খড়্গপুর লোকাল থানার ওসি শীর্ষেন্দু দাস বলেন, “একটা গোলমাল হয়েছিল। দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

মারধরের নালিশ
সবংয়ের কানাইশোলে তাঁদের সমর্থক পরিবারের উপর হামলার অভিযোগ তুলল তৃণমূল। দলের জেলা নেতা অমূল্য মাইতি বলেন, “নিরঞ্জন মাইতি নামে এক সমর্থকের উপর সিপিএম হামলা করেছে। তাঁর পরিজনদের মারধর করা হয়েছে। প্রহৃতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” অভিযোগ উড়িয়ে সিপিএমের সবং জোনাল কমিটির সম্পাদক অমলেশ বসুর বক্তব্য, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানি না।” অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।

তৃণমূলের মিছিল
দ্রব্যমূল্য বৃদ্ধি, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে মিছিল করল তৃণমূল। সোমবার সকালে খড়্গপুর ১ ব্লকের গোকুলপুর থেকে সাদাতপুর পর্যন্ত একটি মিছিল হয়। বিকেলে পিংলার গোপীনাথপুর থেকে দুজিপুর পর্যন্ত একটি মিছিল হয়। নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল নেতা অজিত মাইতি। কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলন আগামী দিনে আরও জোরদার হবে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।

আইআইটি অধিকর্তা
আইআইটি-খড়্গপুরের অধিকর্তা হলেন সেখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শঙ্করকুমার সোম। সোমবার অস্থায়ী ভাবে ওই দায়িত্ব নেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.